‘বাংলাদেশে অধিনায়কত্ব করা কঠিন’
চলতি মাসেই দুটি টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা রয়েছে বাংলাদেশের। সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের সঙ্গে সবমিলিয়ে ৭টি ম্যাচ খেলবে টাইগাররা। আসন্ন দুটি সিরিজের জন্য ইতোমধ্যেই স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে ঘোষিত স্কোয়াডে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের জায়গা হয়নি। এ নিয়ে নানান আলোচনা-সমালোচনা হয়।
এদিকে আসন্ন সিরিজ দুটিকে সামনে রেখে মিরপুরে নিয়মিত অনুশীলন করছে বাংলাদেশ দল। রোববার (১১ মে) দলীয় অনুশীলনের আগে সংবাদ সম্মেলনে এসেছিলেন টাইগার কোচ মোহাম্মদ সালাউদ্দিন। সেখানে তার কাছে মিরাজের দলে না থাকা নিয়ে জানতে চাওয়া হয়।
সালাউদ্দিন বলেন, ‘মিরাজ বিশ্বের ওয়ান অব দ্য বেস্ট অলরাউন্ডার। সে যদি খেলতে পারত, আমাদের জন্য ভালো হতো। সে বিপিএলে ভালো পারফর্ম করেছে। কিছু কিছু কম্বিনেশনের কারণে কিন্তু সেরা খেলোয়াড়কে আপনার বাইরে রাখতে হচ্ছে।’
সংবাদ সম্মেলনে লিটন দাসের অধিনায়কত্ব পাওয়ার বিষয়টিও উঠে। এ প্রসঙ্গে সাকিব আল হাসানের উদাহরণ টানেন সালাউদ্দিন।
তার ভাষ্যমতে, ‘লিটনকে আমরা সবাই একটু অন্যভাবে দেখি, কথা কম বলে আপনাদের সঙ্গে হয়তো কথা কম বলে। কিন্তু যারা কাছে থেকে মিশে না, তারা হয়তো ভুল ধারণা করে। যে ভুল ধারণা আপনাদের সাকিবের প্রতিও ছিল। বাইরে থেকে মনে হবে যে অনেক কিছু তারা ঠিকমতো করে না। কিন্তু একজন টিমমেট হিসেবে তার যতটুকু করার, তার থেকে বেশি করে।’
সালাউদ্দিনের দাবি, বাংলাদেশ দলের অধিনায়কত্ব করা মোটেও সহজ কাজ না। এই কোচের ভাষ্য, ‘এটা আমাদের মানতে হবে বাংলাদেশ টিমের অধিনায়কত্ব করা বাইরে থেকে অনেকে মনে করতে পারে অনেক সহজ। এটা কিন্তু অনেক সহজ কাজ না, এটা অনেক কঠিন কাজ।’