৩০ এপ্রিল ২০২৫, ১২:৫৯

চারশ’ পেরিয়ে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ

সাকিব-মিরাজ   © সংগৃহীত

বৃষ্টি বাধার কারণে নির্ধারিত সময়ের কিছুক্ষণ আগেই প্রথম সেশনের খেলায় সমাপ্তি টানেন আম্পায়াররা। তবে স্বস্তি নিয়েই মধ্যাহ্নভোজের বিরতিতে গিয়েছে বাংলাদেশ। এরই মধ্যে চারশ পেরিয়েছে স্বাগতিকদের সংগ্রহ। লিডও দেড়শ ছাড়িয়েছে।

মেহেদী হাসান মিরাজ ও তানজিম হাসান সাকিবের ব্যাটে চেপে চট্টগ্রাম টেস্টে বিশাল লিডের স্বপ্ন দেখছে স্বাগতিকরা। ৮ উইকেটে ৪০৪ রান নিয়ে তৃতীয় দিনের মধ্যাহ্ন বিরতিতে গেছে বাংলাদেশ। মিরাজ ৭৬ ও সাকিব ২৯ রানে ক্রিজে রয়েছেন।

৭ উইকেটে ২৯১ রান নিয়ে তৃতীয় দিন শুরুর পর বৃষ্টির মুখে পড়েছিল বাংলাদেশ। খানিক বৃষ্টির পর ফের ম্যাচ মাঠে গড়ালে তাইজুল ইসলামকে হারায় স্বাগতিকরা। ফেরার আগে ৪৫ বলে ২০ রান করেন তিনি।

তবে একপ্রান্ত আগলে হাফ-সেঞ্চুরি তুলে নেন মিরাজ। ফিফটি ছোঁয়ার পথেই টেস্টে ২ হাজার রানের মাইলফলকও স্পর্শ করেন এই অলরাউন্ডার।

মধ্যাহ্নবিরতিতে যাওয়ার আগ পর্যন্ত সেঞ্চুরির আভাস দিয়েছেন মিরাজ। ১০৯ বলে ১০ চারে ৭৬ রানে অপরাজিত তিনি। এ ছাড়া ৫৭ বলে ২৯ রান করে তার সঙ্গী সাকিব। লাঞ্চ বিরতির আগ পর্যন্ত ৮ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৪০৪, লিড ১৭৭ রানের।

এর আগে, ওপেনার সাদমান ইসলামের সেঞ্চুরিতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় দিন শেষে ৩ উইকেট হাতে নিয়ে ৬৪ রানে এগিয়ে ছিল স্বাগতিকরা। 

প্রথম ইনিংসে জিম্বাবুয়ের ২২৭ রানে জবাবে দিন শেষে ৭ উইকেটে ২৯১ রান করে বাংলাদেশ। সাদমান ১২০ রানে আউট হন। এ ছাড়া মুশফিকুর রহিম ৫৯ বলে ৪০ ও ওপেনার এনামুল হক বিজয় ৮০ বলে ৩৯ রান করেন।

এরও আগে, টস জিতে ব্যাটিংয়ে নেমে ২২৭ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। ১৬৬ বল মোকাবিলায় সর্বোচ্চ ৬৭ রান করেন শন উইলিয়ামস। এ ছাড়া ৫৪ রান করেন নিক ওয়েলচ।

বাংলাদেশের হয়ে তাইজুল ইসলাম ৬টি, নাঈম হাসান দুটি ও তানজিম সাকিব একটি উইকেট শিকার করেন।