শিক্ষার্থীদের ফ্রিতে খেলা দেখার সুযোগ দিচ্ছে বিসিবি
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে লড়ছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। তবে গ্যালারিজুড়ে সমর্থকদের চিরচেনা আমেজ নেই। টিকেটের দাম স্বল্প হলেও প্রত্যাশিত দর্শকের দেখা মিলছে না। তবে এবার ফ্রিতে গ্যালারিতে বসে বাংলাদেশের লড়াই উপভোগ করার সুযোগ পাচ্ছেন স্কুল ক্রিকেটের শিক্ষার্থীরা।
মূলত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকেই শিক্ষার্থীদের আমন্ত্রণ জানানো হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্তা সংস্থাটি। চট্টগ্রাম টেস্টের বাকি ৪ দিনই তারা ফ্রিতে খেলা দেখতে পারবেন তারা। এক্ষেত্রে নিজেদের আইডি কার্ড দেখাতে পারলেই মাঠে প্রবেশের সুযোগ মিলছে। আর পরনে স্কুলের নির্ধারিত পোশাকও থাকতে হবে।
চট্টগ্রাম টেস্টে প্রথম দিনের প্রথম দুটি সেশনে সাদা-মাটা বোলিং করে বাংলাদেশ। তবে দিনের শেষবেলায় দাপট দেখান টাইগার স্পিনাররা। বিশেষ করে তাইজুল ও নাঈম। তাদের ভেলকিতে বেশ ভালোভাবেই ম্যাচে ফেরে স্বাগতিকরা।
প্রথম দুই সেশনে মোটে ২ উইকেট নিলেও তৃতীয় সেশনে আরও ৭টি উইকেট তুলে নেয় স্বাগতিকরা, এর মধ্যে ৪ উইকেট একাই নিয়ে ক্যারিয়ারের ১৬তম ফাইফার পূরণ করেন তাইজুল। শেষমেশ ৯ উইকেটে ২২৭ রান নিয়ে দিনের খেলা শেষ করে রোডেশিয়ানরা। শেষ জুটিতে লড়ছেন ব্লেসিং মুজারাবানি ও তাফাদজোয়া টিসিগা।