২৪ মার্চ ২০২৫, ২০:৩৩

ইমনের সেঞ্চুরিতে জয়রথ অব্যাহত আবাহনীর

ইমনের সেঞ্চুরিতে জয়রথ অব্যাহত আবাহনীর
ইমনের সেঞ্চুরিতে জয়রথ অব্যাহত আবাহনীর

ওপেনার পারভেজ হোসেন ইমনের সেঞ্চুরিতে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) শীর্ষস্থান ধরে রেখেছে আবাহনী লিমিটেড। অষ্টম রাউন্ডে ধানমন্ডি স্পোর্টস ক্লাবকে ৫ উইকেটে হারিয়েছে আবাহনী। এই জয়ে ৮ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আবাহনী লিমিটেড। ৮ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টমস্থানে ধানমন্ডি।

সোমবার (২৪ মার্চ) মিরপুর শেরে-বাংলা-জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৮৮ রানে ষষ্ঠ উইকেট হারায় ধানমন্ডি। সপ্তম উইকেটে ৮৪ রানের জুটিতে দলকে চাপমুক্ত করেন ফজলে মাহমুদ ও জিয়াউর রহমান। দলীয় ১৭২ রানে ফজলে থামার পর দলের রান ২শতে নেন জিয়াউর। 

৭ চার ও ৩ ছক্কায় ৮৭ রান করেন ফজলে। ইনিংসের শেষ ওভারে আউটের আগে ৫ চার ও ২ ছক্কায় ৫৭ রান করেন জিয়াউর। ৫০ ওভারে ৯ উইকেটে ২০১ রান করে ধানমন্ডি। 

নাহিদ রানা ও রাকিবুল হাসান ৪টি করে উইকেট নেন। 

জবাবে ওপেনার ইমনের সেঞ্চুরি ও মোসাদ্দেক হোসেনের হাফ-সেঞ্চুরিতে ৬৪ বল বাকি থাকতে জয়ের স্বাদ পায় আবাহনী। ৭৫ রানে ৪ উইকেট পতনের পর পঞ্চম উইকেটে ১২৫ রানের জুটিতে আবাহনীর জয়ের পথ সহজ করেন ইমন ও মোসাদ্দেক। 

৩টি করে চার-ছক্কায় ৬৪ বলে ৫৪ রান করেন মোসাদ্দেক। অন্যপ্রান্তে দলের জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন ইমন। লিস্ট ‘এ’ ক্রিকেটে ষষ্ঠ সেঞ্চুরি পাওয়া ইমন ১৩ বাউন্ডারি ও ৫ ওভার বাউন্ডারিতে ১৩৩ বলে অপরাজিত ১২৪ রান করেন।

মোহাম্মদ ইনামুল ৪ উইকেট নেন।