২৭ ডিসেম্বর ২০২৫, ০২:০৫

৭২ ঘণ্টায় খুনিকে গ্রেফতার না করলে রেমিট্যান্স শাটডাউনের হুঁশিয়ারি

শহীদ শরীফ ওসমান হাদি  © সংগৃহীত

ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সাবেক এমপি প্রার্থী শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে তীব্র শীতের মধ্যেও রাজধানীর শাহবাগে অবস্থান করছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা।

এরই মধ্যে, ৭২ ঘন্টার মধ্যে অর্থাৎ সোমবারের মধ্যে মূল হত্যাকারীকে গ্রেফতার করতে না পারলে সম্পূর্ণভাবে রেমিট্যান্স শাটডাউন করার ঘোষণা দিয়েছেন প্রবাসীদের একটি দল। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত ১০ টার দিকে এ কর্মসূচির ডাক দেন ইতালি প্রবাসী সাইফুর রহমান।

তিনি তার ফেসবুক পোস্টে লেখেন, শহীদ বীর শরিফ ওসমান বিন হাদি ভাইয়ের খুনিদের ধরা দূরে থাক, দেশে আছে কিনা সেটাই জানেনা ইন্টেরিম, অথচ বামপন্থী মিডিয়ার আস্তানায় হামলায়; সমানে বাছ-বিচার ছাড়া মানুষ ধরতেছে। এই নাটক অনেক দেখছি, আর না।

রেমিট্যান্স শাটডাউনের হুঁশিয়ারিতে ইতালি প্রবাসীর পোস্ট

তিনি আল্টিমেটাম দিয়ে বলেন, আগামী ৭২ ঘন্টার মধ্যে মূল হত্যাকারীরকে গ্রেফতার করতে না পারলে আমরা প্রবাসীরা সম্পূর্ণভাবে রেমিট্যান্স শাটডাউন করার ঘোষণা দিলাম। দিল্লির দালালি আর ৫৪ ধারায় ধর্মপ্রাণ মানুষদের ধরার জন্য, মাথার ঘাম পায়ে ফেলে কামানো অর্থ দেশে পাঠাই না। লাউড এন্ড ক্লিয়ার। ফুলস্টপ।

সাইফুর রহমানের এ ঘোষণার পর থেকে তার পোস্টটি আরও অনেক প্রবাসী শেয়ার করছেন এবং সংহতি জানাচ্ছেন। তামিম রেজা নামে একজন ফেসবুকে লেখেন, আগামী ৭২ ঘন্টার মধ্যে হত্যাকারীদের গ্রেফতার করতে না পারলে সারা বিশ্বের সকল প্রবাসীদের রেমিটেন্স শাটডাউনের ঘোষণা দেওয়া হল।