২৬ ডিসেম্বর ২০২৫, ২২:০৭

৩.৯ মাত্রার ভূমিকম্প চট্টগ্রামে

ভূমিকম্প  © প্রতীকী ছবি

আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় বন্দরনগরী চট্টগ্রামে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। হঠাৎ কম্পনে নগরীর বিভিন্ন এলাকায় কিছু সময়ের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৩ দশমিক ৯। তবে এর উৎপত্তিস্থল ছিল বান্দরবানের রুমায়।

জানা গেছে, ভূমিকম্পের সময় ঘরবাড়ি ও আসবাবপত্র কেঁপে ওঠায় অনেক মানুষ নিরাপত্তার জন্য ভবন থেকে বাইরে বের হয়ে আসেন। তবে সম্ভাব্য ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সন্ধ্যা ৬টা ৪৩ মিনিট ৩১ সেকেন্ড এই ভূমিকম্প অনুভূত হয়েছে। ঢাকার ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে ২৮৯ কিলোমিটার দক্ষিণ-পূর্ব দিকে এটির উৎপত্তিস্থল।