ব্রিটিশ হাইকমিশনার বললেন— ‘সবচেয়ে প্রিয়গুলোর একটি বাংলাদেশের শাড়ি’
বাংলাদেশের ঐতিহ্যকে সম্মান জানিয়ে টাঙ্গাইলের তাঁতের শাড়ি পরে বড়দিন উদযাপন করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ঢাকার ব্রিটিশ হাইকমিশন এক বার্তায় জানায়, ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক সত্যিকারের বাংলাদেশি স্টাইলে বড়দিন উদযাপন করছেন। টাঙ্গাইলের তাঁতের শাড়ি সম্প্রতি ইউনেস্কো কর্তৃক বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে।
ভিডিও বার্তায় সারাহ কুক বলেন, বাংলাদেশে ব্রিটিশ হাইকমিশনার হিসেবে এই দেশের অসংখ্য সুন্দর দিক কাছ থেকে দেখার সৌভাগ্য আমার হয়েছে। এর মধ্যে আমার সবচেয়ে প্রিয়গুলোর একটি হলো বাংলাদেশের শাড়ি পরা। টাঙ্গাইল হলো ঐতিহ্যবাহী হাতে বোনা বা তাঁতের শাড়ির আবাসভূমি, যেখানে প্রতিটি শাড়ি নিষ্ঠা, দক্ষতা ও যত্নের সঙ্গে বোনা হয়। এই তাঁতিরা শুধু পোশাক তৈরি করছেন না; তারা প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসা এক সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ করছেন।
তিনি বলেন, এখন আমি ঢাকায় ফিরে এসেছি এবং এখানে ব্রিটিশ হাইকমিশনে আমরা আমাদের ক্রিসমাস পার্টি উদ্যাপন করছি। আপনারা দেখতে পাচ্ছেন, আমি আমার সুন্দর টাঙ্গাইল শাড়ি পরেছি, আর আজকের এই আয়োজনের মাধ্যমে আমরা ব্রিটিশ ও বাংলাদেশি ঐতিহ্যের এক সুন্দর মেলবন্ধন উদ্যাপন করছি।
বড়দিনের শুভেচ্ছা জানিয়ে সারাহ কুক বলেন, আমি আপনাদের এবং আপনাদের পরিবারকে জানাই খুব, খুব শুভ বড়দিনের শুভেচ্ছা। ২০২৬ সালে যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে আরও শক্তিশালী অংশীদারিত্বের দিকে আমি আগ্রহের সঙ্গে তাকিয়ে আছি।
উল্লেখ্য, বড়দিন উপলক্ষ্যে ঢাকার বিভিন্ন দূতাবাস শুভেচ্ছা জানিয়েছে। ফ্রান্স, জার্মান, সুইডেন, কানাডা, চীন, ভারত, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের মিশনগুলো বড়দিনের শুভেচ্ছা জানিয়েছে।