২০ ডিসেম্বর ২০২৫, ০১:০৫

বন্ধ হল সাংবাদিক ইলিয়াসের ফেসবুক অ্যাকাউন্ট

সাংবাদিক ইলিয়াস হোসাইন  © সংগৃহীত ও সম্পাদিত

যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইনের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে মেটা কর্তৃপক্ষ। এ অ্যাকাউন্টটিতে ২ মিলিয়নেরও বেশি ফলোয়ার ছিল।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে খোঁজাখুঁজি করে সেই অ্যাকাউন্টটি পাওয়া যায়নি। 

গুগল এবং ফেসবুকে এ সাংবাদিকের অ্যাকাউন্টটি সার্চ করলে ইংরেজিতে ‘দিজ কন্টেন্ট ইজ নট এভেইলেবল রাইট নাও’ লেখাটি দেখা যাচ্ছে। 

এর আগে, শুক্রবার রাতে সেন্ট্রিস্ট ন্যাশন টিভি নামে এক প্লাটফর্ম দাবি করে জানায়, ইলিয়াস হোসেনের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট মেটা কর্তৃপক্ষ বন্ধ করে দিয়েছে। ওই অ্যাকাউন্টটিতে তার ২০ লাখেরও বেশি অনুসারী ছিল।