০৯ ডিসেম্বর ২০২৫, ১৮:৫০

চট্টগ্রাম জেলা শাখার নতুন সভাপতি হারুন, সেক্রেটারি সৌরভ

সভাপতি এম ফজল আহমদ হারুন ও সাধারণ সম্পাদক বদিউল আলম চৌধুরী সৌরভ বিপুল  © টিডিসি সম্পাদিত

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি চট্টগ্রাম জেলা শাখার ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে প্রবীণ ব্যবসায়ী এম ফজল আহমদ হারুন ও সাধারণ সম্পাদক পদে বদিউল আলম চৌধুরী সৌরভ বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (৫ ডিসেম্বর) চট্টগ্রাম ইসলামিক ফাউন্ডেশন হলরুমে অনুষ্ঠিত এই নির্বাচনে বোর্ড প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন প্রফেসর মো. ফেরদৌস কবির। নির্বাচন বোর্ডে সদস্য ছিলেন প্রফেসর শওকত ইকবাল ফারুকী ও মোহাম্মদ ইকবাল উদ্দিন চৌধুরী।

এই নির্বাচনে সদস্যদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত অন্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি গাজী মোহাম্মদ মোরশেদ, সহ-সভাপতি যথাক্রমে আবু নাছের মোহাম্মদ ইলিয়াছ, মো. শফিউল্লাহ ভূঁইয়া, অধ্যাপক প্রদীপ কুমার দত্ত ও মো. মোজাম্মেল হক, অতিরিক্ত সাধারণ সম্পাদক মো. সোহেল রানা, যুগ্ম সাধারণ যথাক্রমে সম্পাদক মো. আজিজ উদ্দিন, তৈয়ব হোসাইন ছিদ্দিকি, মো. আইয়ুব খাঁন ও মোহাম্মদ মুহিববুল্লাহ খাঁন ও অর্থ সম্পাদক জহির রায়হান।

এছাড়া কার্যকরী সদস্য পদে নির্বাচতিরা হলেন- নকিম মাহমুদ সালেহ, মোহাম্মদ আজিজুল হক, মো. নুরুল হুদা শহীদ, অধ্যাপক মো. খালেদ সরওয়ার, মোজাফফর আহমদ, এইচ এম আবু সুফিয়ান চৌধুরী, আনোয়ারুল আজিম, মোহাম্মদ সেলিম উদ্দিন, শেখ মো. ওসমান, মুহাম্মদ ইসলাম, নুরুল আলম চৌধুরী রবিন, মো. রিদুয়ান, মোহাম্মদ আজিজুল হাছান, মো. ফজল করিম, রেজ্জাকুল হায়দার, মো. কামরুল উদ্দীন, সুজন চৌধুরী ও মোহাম্মদ কামাল।