০২ আগস্ট ২০২৫, ২২:১৭

ঢাকা পোস্টের ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব পেলেন কামরুল ইসলাম

মো. কামরুল ইসলাম  © সংগৃহীত

অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্টের ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট জনসংযোগ ও যোগাযোগ বিশেষজ্ঞ মো. কামরুল ইসলাম। শনিবার (২ আগস্ট) এক অফিস আদেশে এ নিয়োগ ঘোষণা করে ঢাকা পোস্টের মূল প্রতিষ্ঠান বিজয় বাংলা মিডিয়া লিমিটেড।

নতুন দায়িত্ব গ্রহণ উপলক্ষে ঢাকা পোস্ট পরিবারের পক্ষ থেকে কামরুল ইসলামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় তিনি পেশাগত দায়িত্ব পালনে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করে বলেন, ‘সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা ঢাকা পোস্টকে আরও উচ্চতায় নিয়ে যেতে পারি।’

মো. কামরুল ইসলাম প্রায় তিন দশক ধরে কৌশলগত যোগাযোগ, মিডিয়া ব্যবস্থাপনা এবং ব্র্যান্ডিং-এ অভিজ্ঞতা অর্জন করেছেন। বর্তমানে তিনি ইউএস-বাংলা এয়ারলাইন্সে জেনারেল ম্যানেজার (পাবলিক রিলেশনস) পদে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ইউনাইটেড এয়ারওয়েজে ডেপুটি জেনারেল ম্যানেজার (পিআর ও মার্কেটিং সাপোর্ট) এবং জিএমজি এয়ারলাইন্সে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

কামরুল ইসলাম শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। লেখালেখিতেও তার উপস্থিতি প্রশংসনীয়। বিমান ও পর্যটনবিষয়ক তাঁর রচিত বই ‘Blackbox’ পাঠকসমাদৃত হয়েছে। পাশাপাশি তিনি দেশের বিভিন্ন জাতীয় পত্রিকা ও অনলাইন পোর্টালে নিয়মিত কলাম লেখেন, এবং টিভি টকশো ও কমিউনিকেশন সেমিনারেও সক্রিয়ভাবে অংশ নেন।

তার অসামান্য কর্মদক্ষতার স্বীকৃতি হিসেবে তিনি ‘অ্যাভিয়েশন পার্সোনালিটি অব দ্যা ইয়ার–২০২৪’ সহ একাধিক আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত হয়েছেন।

কামরুল ইসলাম জাতীয় প্রেস ক্লাবের সদস্য। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (শাকসু) জিএস ছিলেন (১৯৯৪-৯৫), ছিলেন সাস্ট ক্লাব লিমিটেডের (২০১৯-২১) সাবেক প্রেসিডেন্ট।