০২ আগস্ট ২০২৫, ১৮:৫৪

লাল-কালো দ্বন্দ্বে বন্ধ জনকণ্ঠ!

লাল ও কালো ফটোকার্ড করে নিউজ প্রকাশ  © সংগৃহীত

আগস্ট মাস উপলক্ষে দৈনিক জনকণ্ঠ পত্রিকা শুক্রবার (১ আগস্ট) কালো রঙ ধারণ করে পত্রিকা প্রকাশ করেছিল। এর প্রতিবাদে আজ শনিবার (২ আগস্ট) পত্রিকার প্রথম পাতা লাল রঙ দিয়ে বের করায় সাংবাদিকদের চাকরিচ্যুত করা হয়েছে বলে অভিযোগ ওঠে।

জানা গেছে, আগস্ট মাস উপলক্ষে কালো ব্যাজ ধারণসহ কালো রঙ করে দৈনিক জনকণ্ঠ পত্রিকা প্রকাশ করে পত্রিকার সম্পাদক শামিমা এ খান। পরে এর প্রতিবাদে প্রতিষ্ঠানটিতে কর্মরত সাংবাদিকরা জুলাই বিপ্লবের লাল রঙয়ের আদলে পত্রিকা প্রকাশ করে। এরপরই তাদের চাকরিচ্যুত করা হয়েছে বলে অভিযোগ সাংবাদিকদের। কর্তৃপক্ষ পত্রিকার অফিসও তালাবদ্ধ করে রেখেছে এবং কাউকে সেখানে প্রবেশ করতে দিচ্ছে না।

এদিকে জনকণ্ঠ পত্রিকার ভেরিফায়েড ফেসবুক পেজে এক জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে বলা হয়, আগস্ট উপলক্ষে স্বৈরাচারের দোসর জনকণ্ঠ পত্রিকা গতকাল কালো রঙ ধারণ করেছিল। তার প্রতিবাদে লাল রঙ দিয়ে আজ পত্রিকা বের করার কারণে জুলাই বিপ্লবের পক্ষে থাকা সকল সাংবাদিকদের চাকরিচ্যুত করেছে পত্রিকার সম্পাদক শামিমা এ খান। এই বিষয়টি সুরাহা না হওয়া পর্যন্ত জনকণ্ঠের সকল কার্যক্রম বন্ধের ঘোষণা করা হলো। এরপরও যদি কেউ দায়িত্ব নিয়ে পত্রিকা বের করে তাহলে অবশ্যই নিজ দায়িত্বে বের করবে। ইনকিলাব জিন্দাবাদ।

বিষয়টি সম্পর্কে জানতে চাইলে দৈনিক জনকণ্ঠ পত্রিকার সাংবাদিক ইস্রাফিল ফারাজি দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘গতকাল জনকণ্ঠ পত্রিকা জুলাইয়ের বিপক্ষে গিয়ে আগস্টের শোক পালন করে কালো রঙ ধারণ করে। বিষয়টি নিয়ে প্রতিবাদ করে আজ জনকণ্ঠ পত্রিকার প্রথম পেজ লাল করার কারনে জুলাইয়ের পক্ষে থাকা আমিসহ সকল সাংবাদিকদের বেআইনিভাবে বরখাস্ত করেছে স্বৈরাচারের দোসররা।’ 

অন্যদিকে পরিচালনা পর্ষদের একাধিক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেও সংযোগ পাওয়া যায়নি।