৩১ জুলাই ২০২৫, ২১:০১

বিমানের নিয়োগ পরীক্ষায় প্রক্সি-লেনদেন হয়েছে কিনা, জানাতে গণবিজ্ঞপ্তি

প্রতীকী ছবি   © সংগৃহীত

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডে নিয়োগ পরীক্ষায় প্রক্সি ও আর্থিক লেনদেনের মাধ্যমে কোনো অনিয়ম হয়েছে কিনা, তা যাচাইয়ে একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। অফিস আদেশ অনুযায়ী গঠিত ফ্যাক্ট ফাইন্ডিং তদন্ত কমিটির সুপারিশক্রমে আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, বিমানের বিভিন্ন পদে নিয়োগ সংক্রান্ত পরীক্ষায় প্রক্সি বা আর্থিক লেনদেনের অভিযোগ খতিয়ে দেখতে বর্তমান ও সাবেক কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতা প্রয়োজন। কেউ যদি পরিচিত কোনো ব্যক্তিকে প্রক্সি পরীক্ষায় অংশ নিতে দেখে থাকেন বা এমন কোনো প্রস্তাব পেয়ে থাকেন, তা হলে সে সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে অনুরোধ করা হয়েছে।

এছাড়া কেউ যদি টাকা লেনদেনের মাধ্যমে চাকরি দেয়ার আশ্বাস পেয়েছেন বা এমন কোনো দালাল চক্র সম্পর্কে জানেন, যারা অর্থের বিনিময়ে চাকরি পাইয়ে দেয়ার প্রতিশ্রুতি দিয়ে থাকে, তাহলেও তা জানাতে বলা হয়েছে। কেউ যদি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কোনো কর্মকর্তার নাম ব্যবহার করে চাকরি দেয়ার প্রতিশ্রুতি দিয়ে থাকেন, সে সম্পর্কেও তথ্য চাওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে তদন্ত কমিটি জানায়, নিয়োগ পরীক্ষায় প্রক্সি, আর্থিক লেনদেন বা যেকোনো ধরনের অনিয়মের বিষয়ে তথ্য থাকলে তা আগামী ১০ আগস্টের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নির্ধারিত ইমেইল অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠাতে হবে। ইমেইল ঠিকানা দুটি হলো gmpr@biman.gov.bd এবং pr.release@biman.gov.bd। হোয়াটসঅ্যাপ নম্বর: ০১৭৭৭-৭১৫৫১১।

যেকোনো তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে এবং তথ্য যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে।