হাতিরঝিলে বাস ও ওয়াটার ট্যাক্সিতে চালু হচ্ছে র্যাপিড পাস
হাতিরঝিলের চক্রাকার বাস সার্ভিস ও ওয়াটার ট্যাক্সিতে ই-টিকিটিং ব্যবস্থা চালু করতে যাচ্ছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)। আগামী রবিবার (২০ জুলাই) থেকে এসব পরিবহনে র্যাপিড পাস ব্যবহার করে যাত্রীরা স্মার্টভাবে ভ্রমণ করতে পারবেন।
ডিটিসিয়ের ডেপুটি ট্রান্সপোর্ট প্ল্যানার ধ্রুব আলম জানান, এই স্মার্ট টিকিটিং কার্যক্রম ১৪ জুলাই থেকে পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে। এখন তা পূর্ণাঙ্গভাবে চালু হচ্ছে।
তিনি বলেন, ‘চালুর দিন থেকেই চক্রাকার বাসগুলো এফডিসি পর্যন্ত গিয়ে আবার হাতিরঝিলে ফিরে আসবে। এতে করে মেট্রোরেল থেকে নেমে কারওয়ান বাজার হয়ে হাতিরঝিলে আসা যাত্রীরা একই র্যাপিড পাস কার্ড দিয়ে বাস ও ওয়াটার ট্যাক্সি—দুই মাধ্যমেই যাতায়াত করতে পারবেন।’
র্যাপিড পাস ব্যবস্থার আওতায় চারটি বাস কাউন্টারে এবং ওয়াটার ট্যাক্সির দুইটি ঘাটে ই-টিকিটিং চালু করা হয়েছে বলেও জানান তিনি।