এক ইলিশের দাম ৭ হাজার ৭০০ টাকা, ওজন কত?
পটুয়াখালীর কুয়াকাটায় ২ কেজি ২২০ গ্রাম ওজনের একটি বিশালাকৃতির ইলিশ মাছ ৭ হাজার ৭০০ টাকায় বিক্রি হয়েছে। রোববার (৬ জুলাই) বিকেলে আশাখালী বাজারের ‘বন্ধন ফিস-২’ নামক আড়তে মাছটি প্রতি কেজি ৩ হাজার ৫০০ টাকা দরে নিলামের মাধ্যমে বিক্রি হয়।
জানা গেছে, কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের হাইর পয়েন্টে দুপুর ২টার দিকে মাছটি ধরা পড়ে স্থানীয় জেলে জামাল মাতুব্বরের জালে। পরে আশাখালী বাজারে নিয়ে গেলে নিলামের মাধ্যমে পাইকারি ব্যবসায়ী কবির হোসেন মাছটি কিনে নেন। এসময় মাছটি দেখতে ভিড় জমায় উৎসুক জনতা।
জেলে জামাল মাতুব্বর বলেন, ‘প্রতিদিনের মতোই সাগরে গিয়ে জাল ফেলেছিলাম। হঠাৎ এই বিশাল ইলিশটি ধরা পড়ে। এখন সাগরে বড় মাছ খুব একটা মেলে না। তবে এমন মাছ পেলে সংসার চালাতে অনেকটাই স্বস্তি আসে।’
মৎস্য ব্যবসায়ী জাহিদুল ইসলাম বলেন, ‘এত বড় ইলিশ এই বাজারে খুব কমই আসে। মাছটি ভালো দামে বিক্রি হয়েছে, যা আমাদের জন্যও আনন্দের।’
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ‘এ ধরনের বড় ইলিশ পাওয়া একটি ভালো দিক। ইলিশের প্রজনন মৌসুমে সরকারের নিষেধাজ্ঞার ফলে আজ আমরা এর সুফল পাচ্ছি।