১৭ জুন ২০২৫, ১১:১৯

ব্রিটিশ রাজার সম্মাননা পেলেন সিআরপির প্রতিষ্ঠাতা ভ্যালেরি

সিআরপি’র প্রতিষ্ঠাতা ভ্যালেরি টেইলর  © সংগৃহীত

বাংলাদেশে সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড (সিআরপি)-এর প্রতিষ্ঠাতা ভ্যালেরি টেইলর এবং দুই স্বেচ্ছাসেবক জ্যানেট আইরিন ভার্নি ও রজার মাইকেল ভার্নি দ্য কিংস বার্থডে সম্মাননা পেয়েছেন। বাংলাদেশ এবং যুক্তরাজ্যের সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তায় অসামান্য অবদানের জন্য তাদের এই সম্মাননা দেওয়া হয়েছে।

সোমবার (১৬ জুন) ঢাকার ব্রিটিশ হাইক‌মিশন এক বিজ্ঞ‌প্তি‌তে এ তথ্য জা‌নিয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভ্যালেরি টেইলর ওবিইকে কমান্ডার অব দ্য অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার (সিবিই) পুরস্কার দেওয়া হয়েছে। জ্যানেট আইরিন ভার্নি ও রজার মাইকেল ভার্নিকে দেওয়া হয়েছে মেম্বার অব দ্য অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার (এমবিই) পুরস্কার।

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেন, ‘আমি আনন্দিত যে, টেলরসহ তিনজন এই মর্যাদাপূর্ণ পুরস্কারে ভূষিত হয়েছেন। তাদের অক্লান্ত নিষ্ঠা অসংখ্য জীবনকে বদলে দিয়েছে। যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে চেতনা ও সংহতির উদাহরণ তুলে ধরেছে।’

আরও পড়ুন: ১১৮ বাংলাদেশিকে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র

ভ্যালেরি টেইলর বাংলাদেশে সিআরপির প্রতিষ্ঠাতা। তিনি মূলত ইংল্যান্ডের নাগরিক। তবে ১৯৯৮ সালে বাংলাদেশের নাগরিকত্ব পেয়েছেন তিনি। চিকিৎসা ও সমাজসেবায় বিশেষ অবদানের জন্য ২০২১ সালে বাংলা একাডেমি তাকে সম্মানসূচক ফেলোশিপ প্রদান করে।