কুয়াকাটায় জালে ধরা পড়ল ২৩ কেজির কোরাল, বিক্রি হল নিলামে
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়েছে ২৩ কেজি ওজনের একটি বিশাল সামুদ্রিক কোরাল মাছ। রোববার (১৫ জুন) সকালে কুয়াকাটা মাছ বাজারের মনি ফিস মৎস্য আড়তে মাছটি নিয়ে আসা হলে সেটি নিলামের মাধ্যমে ২৪,১৫০ টাকায় বিক্রি হয়।
জানা গেছে, মহিপুর সদর ইউনিয়নের নিজামপুর গ্রামের জেলে মামুন জোমাদ্দার ১২ জুন রাতে বঙ্গোপসাগরে মাছ ধরতে গেলে ১৪ জুন রাতে জাল তুলতেই এই বিশালাকৃতির কোরাল মাছটি উঠে আসে। এরপর মাছটি বাজারে নিয়ে আসা হলে প্রতি কেজি ১,০৫০ টাকা দরে মোট ২৪ হাজার ১৫০ টাকায় বিক্রি হয়।
মাছটির ক্রেতা ছিলেন কুয়াকাটা মাছ বাজারের ব্যবসায়ী মো. মোস্তাফিজ। তিনি বলেন, ‘এখানকার বড় হোটেলগুলোতে সামুদ্রিক কোরাল মাছের চাহিদা অনেক বেশি। আশা করছি, মাছটি ভালো দামে বিক্রি করতে পারব।’
জেলে মামুন জোমাদ্দার বলেন, ‘প্রায় ২ মাসের নিষেধাজ্ঞার পর প্রথমবার সাগরে গিয়েই এমন একটি বিশাল মাছ পেয়ে এবং ভালো দামে বিক্রি করতে পেরে আমি খুবই খুশি। আশা করি, সামনেও এমন বড় মাছ ধরা পড়বে।’
এ বিষয়ে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ‘সরকার আরোপিত ৫৮ দিনের নিষেধাজ্ঞা সফলভাবে পালনের ফলেই জেলেদের জালে বড় মাছ ধরা পড়ছে। সামনের দিনে আরও বেশি কোরাল, ইলিশসহ নানা মূল্যবান সামুদ্রিক মাছ ধরা পড়বে বলে আমরা আশাবাদী।’