২৪ নভেম্বর ২০২৫, ১৫:২২

ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডে অংশ নিতে সিঙ্গাপুর যাচ্ছে বাংলাদেশ জাতীয় দল

ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডে অংশগ্রহণ করতে যাওয়া বাংলাদেশ জাতীয় দল  © সংগৃহীত

সিঙ্গাপুরে অনুষ্ঠিত হতে যাওয়া ২২তম ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের (ডাব্লিউআরও) আন্তর্জাতিক ফাইনাল ২০২৫-এ যোগ দিতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় রোবট দল। আগামী ২৬ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত রোবটিক্স ও প্রযুক্তির এ বৈশ্বিক প্রতিযোগিতায় বিশ্বের প্রায় ৯০টি দেশের নির্বাচিত শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে। বিজ্ঞান-প্রযুক্তির এই বিশ্বমঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে ৯টি দল এবং তাদের সাথে কোচ ও দলনেতারা। 

বাংলাদেশ ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের মাধ্যমে সারা দেশ থেকে বাছাইকৃত এই দলগুলো মোট চারটি ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বিতা করবে: রোবোমিশন (RoboMission), ফিউচার ইঞ্জিনিয়ার্স (Future Engineers), ফিউচার ইনোভেটরস (Future Innovators), এবং রোবোস্পোর্টস (RoboSports)। আজ সোমবার (২৪ নভেম্বর) রাতে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দেবে বাংলাদেশ দল।

এবারের বাংলাদেশ দলের সদস্যরা হলো, ফিউচার ইঞ্জিনিয়ার্স ক্যাটাগরির সিনিয়র গ্রুপের টিম লেইজিগো (Team LazyGo) এর দলনেতা আবু নাফিস মোহাম্মদ নূর রোহান (ব্র্যাক বিশ্ববিদ্যালয়), সদস্য রাকিবুল ইসলাম রাকিব (ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ) ও ইকবাল সামিন পৃথুল (বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস)। একই ক্যাটাগরির আরেক দল ‘ইকো ড্রিফট’ (Echo Drift) এর দলনেতা নুরুল ইসলাম (ইউনিভার্সিটি অফ স্কলার্স), সদস্য মো. সালেহ সাদিক তানিম (রাজশাহী বিশ্ববিদ্যালয়) ও মাজেদুল ইসলাম নাইম (লিডিং ইউনিভার্সিটি)।

ফিউচার ইনোভেটরস ক্যাটাগরির জুনিয়র গ্রুপে (সাইবার স্কোয়াড-Cyber Squad) এর কোচ তায়েফ মাহমুদ উদয় (ইউনিভার্সিটি অফ স্কলার্স), দলনেতা আফিয়া হুমায়রা (বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ) ও সদস্য হুমায়রা আফিয়া (ব্রিটিশ স্ট্যান্ডার্ড স্কুল)। সিনিয়র গ্রুপে (টিম ইনক্রেভো-Team Increvo) এর দলনেতা নাফিস ইশতিয়াক তৌফিক অন্তু, সদস্য মো. আব্দুল্লাহ আল মিজান ও মো. সাজ্জাদ আল ফুয়াদ (তারা সবাই ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সৈয়দপুরের শিক্ষার্থী)। 

একই ক্যাটাগরির সিনিয়র গ্রুপের আরেক দল (সোরাল্যাবস - SORALABS) এর কোচ সুদীপ্ত মন্ডল (রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়- রুয়েট), দলনেতা ফাতিন আল হাবিব নাফিস (মাস্টারমাইন্ড ইংলিশ মিডিয়াম স্কুল) ও সদস্য ফাতেমা হারুন (হলি ক্রস কলেজ)। রোবোস্পোর্টস ক্যাটাগরি থেকে একটি দলই যোগ দিচ্ছে জুনিয়র গ্রুপের ফিউশনবোটিক্স (FusionBotics)। এর দলনেতা মেহতাজ উদ্দিন আহমেদ (বিএএফ শাহীন ইংলিশ মিডিয়াম কলেজ) ও সদস্য মুয়াজ ইবনে বাশার (ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ)।

আরও পড়ুন: বিরল রোগ ফাইব্রাস ডিসপ্লেশিয়ার যন্ত্রণা সইতে না পেরেই কি ঢাবি ছাত্রী সুমির ‘আত্মহত্যা’?

রোবোমিশন ক্যাটাগরির সিনিয়র গ্রুপে (টিম এক্স-ফ্যানাটিক - Team X-Fanatic) এর দলনেতা মাহির তাজওয়ার চৌধুরী (মির্জাপুর ক্যাডেট কলেজ), সদস্য আমিন আনোয়ার আইমান (ঝিনাইদহ ক্যাডেট কলেজ) ও মুয়াম্মার দাইয়ান অরিত্র (রাজউক উত্তরা মডেল কলেজ)। জুনিয়র গ্রুপে (নেক্সোরা-Nexora) দলনেতা আফিফা জাফরীন, সদস্য ইশরাত জাহান মীম ও মরিয়ম হোসেন ন্যান্সি (সবাই রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ এর শিক্ষার্থী)। এলিমেন্টারি গ্রুপের (ডমিনাস-Dominus) দলনেতা রুওয়াইজা আমিরা সুলতান (প্লেপেন) ও ইউসুফ আব্দুল্লাহ বিন আলম (লাইটহাউস ইন্টারন্যাশনাল স্কুল)।

বাংলাদেশ দলের দলপতি হিসেবে আছেন ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড বাংলাদেশের সভাপতি মুনির হাসান। সহকারী দলনেতা হিসেবে আছেন ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড বাংলাদেশের কো-অর্ডিনেটর মাহেরুল আজম কোরেশী। বিচারক হিসেবে যাচ্ছেন আরিফুল হাসান, শিহাব সারার আহমেদ ও রেদওয়ান ফেরদৌস। সাপোর্টার হিসেবে দলের সাথে যাচ্ছেন কয়েকজন শিক্ষার্থীর অভিভাবক। 

এর আগে গত ২৫ সেপ্টেম্বর ঢাকার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) এই অলিম্পিয়াডের জাতীয় পর্ব অনুষ্ঠিত হয়। এরপরই নয়টি দলের ২৩ জন তরুণ সদস্যকে আন্তর্জাতিক ফাইনালের জন্য নির্বাচন করা হয়। বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) কর্তৃক আয়োজিত ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড-বাংলাদেশ ২০২০ সাল থেকে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডে অংশগ্রহণ করছে।