০৪ জুন ২০২২, ১২:৪০
৩ অধ্যক্ষের পদত্যাগের দাবিতে আইডিয়াল কলেজে শিক্ষক-ছাত্রদের বিক্ষোভ

রাজধানীর ধানমন্ডি আইডিয়াল কলেজের অধ্যক্ষ মো. জসিম উদ্দীন আহম্মেদসহ তিন শিক্ষকের পদত্যাগের দাবিতে ক্লাসসহ সব একাডেমিক কার্যক্রম বর্জন করে বিক্ষোভ করছেন সাধারণ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। এ আন্দোলনে যুক্ত হয়েছেন সাধারণ শিক্ষার্থীরাও।
শনিবার (৪ জুন) সকাল থেকে কলেজ ক্যাম্পাসের ভেতরে অধ্যক্ষের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ও মিছিল চলতে দেখা গেছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।
এর আগে শুক্রবার (৩ জুন) ওই অধ্যক্ষের বিরুদ্ধে ভুয়া পিএচডি ডিগ্রি অর্জন, আর্থিক দুর্নীতি ও অনিয়মে জড়িত থাকার অভিযোগ তুলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলন করে তাকে কলেজে অবাঞ্ছিত ঘোষণা করেন কলেজের সাধারণ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।
সর্বশেষ সংবাদ
{{home_title}}

তারেক রহমানের সঙ্গে ঢাবির সাদা দলের শিক্ষকদের মতবিনিময় কাল

স্কলারশিপে পড়ুন সৌদি আরবের কিং আবদুল আজিজ বিশ্ববিদ্যালয়ে, আবেদন স্নাতকে

আউটলেট ইনচার্জ নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন স্নাতকেই

দুই ছাত্র উপদেষ্টার অপসারণসহ ৪ দাবি উপস্থান নুরুল হক নুরের
