২৮ জানুয়ারি ২০২৬, ২০:৫৭

মোহাম্মদপুর সরকারি কলেজে দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান  © সংগৃহীত

ঢাকা মহানগরীর অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান মোহাম্মদপুর সরকারি কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ প্রতিযোগিতায় কলেজের কয়েক শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর হাফসা বেগম। সভাপতিত্ব করেন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন কমিটির আহ্বায়ক ও রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক শাহরিন সিরাজ।

দিনব্যাপী মোট ১১টি ইভেন্টে শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নেয়। প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর হাফসা বেগম শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, পড়াশোনার পাশাপাশি শরীরচর্চা ও খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা, মানসিক দৃঢ়তা ও নেতৃত্বগুণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ক্রীড়া প্রতিযোগিতা আমাদের মধ্যে শৃঙ্খলা, সহনশীলতা ও সৌহার্দ্যবোধ জাগ্রত করে—যা জীবন গঠনে অপরিহার্য।

শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর নাসরিন তার বক্তব্যে বলেন, আজকের এই আয়োজন হোক আনন্দ, বন্ধুত্ব ও সুস্থ প্রতিযোগিতার মিলনমেলা। সবাই খেলায় অংশ নেবে, সবাই উপভোগ করবে—এটাই আমাদের প্রত্যাশা।

সভাপতির বক্তব্যে ক্রীড়া কমিটির আহ্বায়ক শাহরিন সিরাজ বলেন, খেলাধুলা কেবল বিনোদন নয়; এটি শৃঙ্খলা, দলগত চেতনা ও আত্মবিশ্বাস গড়ে তোলে। প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা জয়-পরাজয়কে সমানভাবে গ্রহণ করতে শেখে, যা ভবিষ্যৎ জীবনে তাদের আরও দৃঢ় করে। আজকের এই আয়োজন শিক্ষাজীবনে নতুন উদ্দীপনা যোগ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক আশরাফী জাহান, অধ্যাপক নাসির উদ্দীন, অধ্যাপক ড. নাজমুন নাহার, অধ্যাপক ফাতেমা হুসাইন, অধ্যাপক ফাহমিদা, অধ্যাপক ড. হেমশঙ্কর রায়, অধ্যাপক নীলিমা আফরোজ, প্রফেসর রেহনুমা শারমিন, সহযোগী অধ্যাপক সাবিনা বেগম, জহিরুল ইসলাম, আব্দুর রশিদ, শামীম মিয়া, আলমগীর কবির, শামসুল হক, শাহ আলম, আলিম আল রাজি, জাকির হোসাইন, আমিনুল ইসলামসহ কলেজের শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন তামান্না আক্তার, আলভি হোসেন, সোনিয়া আফরিন ও মৌসুমি পাল। ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনায় দায়িত্ব পালন করেন শরীরচর্চা শিক্ষক সাইফুল ইসলাম।