২৪ জানুয়ারি ২০২৬, ০০:৩২

ঢাকা কলেজে উচ্চমাধ্যমিক-অনার্স শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি

ঢাকা কলেজে উচ্চমাধ্যমিক-অনার্স শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি  © টিডিসি ছবি

ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক ও স্নাতক শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি ও উত্তেজনার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৩ জানুয়ারি) রাত ১১টা ১৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। সেন্ট্রাল ইউনির্ভাসিটির স্কুলিং সিস্টেমের বিপক্ষে উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের ঝটিকা মিছিলকে কেন্দ্র করে স্নাতক শিক্ষার্থীদের সঙ্গে এ উত্তেজনার ঘটনা ঘটে। এক ঘন্টার অধিক সময়ব্যাপী এ উত্তেজনা চলে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, রাত ১১ টার দিকে ঢাকা কলেজে হলপাড়ায় বিজয়-২৪ হলের উচ্চমাধ্যমিকে প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী ঝটিকা মিছিল বের করে। এরপর স্নাতক শিক্ষার্থীরা মিছিলের বিপরীতে ভুয়া, ভুয়া স্লোগান দিতে থাকে। উচ্চমাধ্যমিক ও স্নাতক শিক্ষার্থীদের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে মাস্টার্সের শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যস্ততায় উত্তেজনা প্রশমন হয়। পরবর্তীতে ক্যাম্পাসে পুলিশ প্রবেশ করতে চাইলে শিক্ষার্থীরা তাদের বাধা দেয়।

ঢাকা কলেজের স্নাতকের শিক্ষার্থী রাহুল আমিন বলেন, তারা হঠাৎ করে মধ্যরাতে অনার্সের বিপক্ষে উষ্কানিমূলক স্লোগান দিতে থাকে। আমাদের পরীক্ষা ছিল, আমরা পড়ছিলাম। এর মধ্যেই মিছিল বের করেছে। আমরা এর প্রতিবাদে পাল্টা মিছিল বের করি।

অন্যদিকে নাম প্রকাশে অনিচ্ছুক উচ্চমাধ্যমিকের এক শিক্ষার্থী বলেন, ঢাকা কলেজের অস্তিত্ব রক্ষা পাওয়ায় আমরা আনন্দ মিছিল বের করেছিলাম। পরে অনার্সের ভাইয়েরা আমাদের মিছিলে বাধা দেয়। কেন তারা মিছিলে বাধা দিয়েছে আমরা জানি না।