২৩ জানুয়ারি ২০২৬, ১৪:১৩

দ্বাদশ শ্রেণিতে কলেজ ও বোর্ড পরিবর্তনের সময় বাড়ল

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা  © ফাইল ফটো

২০২৪-২৫ শিক্ষাবর্ষে দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য অনলাইন টিসি (কলেজ পরিবর্তন) ও বিটিসি (বোর্ড পরিবর্তন) কার্যক্রমের সময়সীমা বৃদ্ধি করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। নতুন সূচি অনুযায়ী, আগামী ১ ফেব্রুয়ারি ২০২৬ থেকে এ আবেদন প্রক্রিয়া শুরু হবে।

গতকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মুনসী হুমায়ুন কবিরের স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে সময় বাড়ানোর এ সিদ্ধান্ত জানানো হয়।

এতে বলা হয়, শিক্ষার্থীরা কলেজ বা বোর্ড পরিবর্তনের জন্য আগামী ১ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। শিক্ষার্থীদের এ কাজের জন্য সরাসরি বোর্ডে আসার কোনো প্রয়োজন নেই। তারা সংশ্লিষ্ট কলেজের মাধ্যমেই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন।

অনলাইন ইটিসি বা বোর্ড পরিবর্তনের জন্য ৭০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, পুরো প্রক্রিয়াটি ডিজিটাল পদ্ধতিতে কলেজের মাধ্যমে সম্পন্ন হবে, তাই সশরীরে বোর্ডে যোগাযোগ করার দরকার নেই।