সেন্ট্রাল ইউনিভার্সিটির স্কুলিং মডেল বিরোধীতা করে উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের বিক্ষোভ
প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির স্কুলিং মডেলের উপর ভিত্তি করে প্রকাশিত অধ্যাদেশের খসড়া ও মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তির প্রতি ক্ষোভ জানিয়ে বিক্ষোভ করছেন ৫ কলেজের উচ্চমাধ্যমিক শিক্ষার্থীরা। এসময় উচ্চ মাধ্যমিকের অস্তিত্ব নিয়ে অনিশ্চয়তায় নতুন বিশ্ববিদ্যালয়ের ‘স্কুলিং মডেলে প্রতিষ্ঠার’ বিরোধীতা করেন তারা।
রবিবার (৭ ডিসেম্বর) সকাল ১০ টায় ঢাকা কলেজ শহীদ মিনারে বেগম বদরুন্নেসা কলেজ, কবি নজরুল কলেজ, সোহরাওয়ার্দী কলেজ, মিরপুর বাঙলা কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা জড়ো হয়ে বিক্ষোভ করেন। বিক্ষোভে স্কুলিং মডেল বাতিল করে উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের স্বতন্ত্রতা বজায় রাখার দাবি জানান তারা।
জানা যায়, আজ সাত কলেজ শিক্ষার্থীদের পূর্বঘোষিত কর্মসূচির অনুসরণে কোন ঘোষণা ছাড়াই শিক্ষা ভবনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করবেন উচ্চমাধ্যমিকের এই তিন কলেজের শিক্ষার্থীরা। শিক্ষা ভবন সংলগ্ন এলাকায় দুই পক্ষের শিক্ষার্থীদের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলছেন সংশ্লিষ্টরা। একইসঙ্গে বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন জুম মিটিংয়ে ফাঁস হওয়া কল রেকর্ডে ঢাকা কলেজ শিক্ষক রফিকুল আলমের শিক্ষকদের দাবি আদায়ে ‘ছাত্রদের দিয়ে মব সৃষ্টির’ পরিকল্পনার বিষয়ে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।
এদিকে ৬ ডিসেম্বরের সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলন কর্তৃক প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, রাষ্ট্রপতির পক্ষ থেকে দ্রুত সময়ের মধ্যে ঢাকা সেন্ট্রাল ইউনির্ভাসিটির এক দফা দাবিতে আজ ৭ ডিসেম্বর সকাল ১১ টায় শিক্ষা ভবন অভিমুখে পদযাত্রা ও অবস্থান কর্মসূচি পালন করবেন সাত কলেজের শিক্ষার্থীরা।