০৪ ডিসেম্বর ২০২৫, ১৫:২৭

হামদর্দ পাবলিক কলেজে প্রথমবারের মতো ফটোগ্রাফি ফেস্ট

ফটোগ্রাফি ফেস্ট – 'Exposure: The Photography Contest'  © সংগৃহীত

হামদর্দ পাবলিক কলেজ ফটোগ্রাফিক সোসাইটি প্রথমবারের মতো আয়োজন করতে যাচ্ছে ফটোগ্রাফি ফেস্ট – 'Exposure: The Photography Contest'। আগামী শনিবার (৬ ডিসেম্বর) সকাল ১০টা থেকে হামদর্দ পাবলিক কলেজ ক্যাম্পাসে শুরু হবে এই উৎসব।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ড. হাকিম মো. ইউসুফ হারুন ভূঁইয়া, হামদর্দ পাবলিক কলেজ ও হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রতিষ্ঠাতা এবং হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াকফ) বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর ও চিফ মুতাওয়াল্লি।

অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন প্রফেসর কামরুন নাহার হারুন, হামদর্দ পাবলিক কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ বাংলাদেশের সিনিয়র ডিরেক্টর (মার্কেটিং অ্যান্ড সেলস, প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট)।

ফটোগ্রাফিক সোসাইটির এই ফেস্টে শিক্ষার্থীরা তাদের তোলা সেরা ছবি প্রদর্শনের সুযোগ পাবেন। এছাড়া থাকবে বিভিন্ন প্রতিযোগিতা, আলোচনাসভা এবং ফটোগ্রাফি বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা। বাছাইকৃত ছবি পুরস্কৃত হবে, যা শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হবে।

অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার হিসেবে থাকছে দ্য ডেইলি ক্যাম্পাস, ক্যাম্পাস পাবলিকি এন্ড টুডে, এটিএন বাংলা, এবং বেভারেজ পার্টনার হিসেবে থাকবে রূহ আফজা।