৩০ অক্টোবর ২০২৫, ১৫:০১

ঢাকা ইমপিরিয়াল কলেজের ৩১তম ব্যাচের নবীনবরণ

ঢাকা ইমপিরিয়াল কলেজে নবীনবরণ  © টিডিসি ফটো

ঢাকা ইমপিরিয়াল কলেজের ৩১তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার ( ২৯ অক্টোবর) সকালে মহাখালীর রাওয়া কনভেনশন সেন্টারের হেলমেট হলে এ নবীনবরণ অনুষ্ঠানের মাধ্যমে বরণ করে নেয়া হয় একাদশ শ্রেণির ১ হাজার ৪০০ জন শিক্ষার্থীকে।

নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট-এর অধ্যাপক ড. এস এম হাফিজুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ নাজিমুল হক হক্কানী।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির সদস্য শ্রী স্বদেশ রঞ্জন সাহা, এফসিএ, এফসিএস, অধ্যাপক ড. মোঃ আব্দুস সালাম আকন্দ, প্রফেসর মোঃ গোলাম ফিরোজ এবং অভিভাবক প্রতিনিধি মোঃ আব্দুল আউয়াল।

এছাড়াও অনুষ্ঠানে ‘কলেজে প্রথম দিন এবং আমার স্বপ্ন’ বিষয়ক রচনা প্রতিযোগিতার বিজয়ী ০৫ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়। নবীনবরণ অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে কলেজের সাংস্কৃতিক ক্লাব নন্দন কাননের শিল্পীবৃন্দ এবং জনপ্রিয় কণ্ঠশিল্পী মাহতিম সাকিব।