একাদশে ভর্তি শেষ আজ, আর সুযোগ থাকবে না ভতিচ্ছুদের
২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে চতুর্থ ও চূড়ান্ত ধাপের পছন্দ নিশ্চিতকরণ শেষে নির্বাচিত কলেজে ভর্তি হওয়ার শেষ হচ্ছে আজ সোমবার (২৯ সেপ্টেম্বর)। নির্ধারিত সময়ের পর আর ভর্তি হওয়ার সুযোগ থাকবে না বলে জানিয়েছে শিক্ষা বোর্ড।
বোর্ড সূত্রে জানা গেছে, যেসব শিক্ষার্থী এখনো ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করেননি, তারা নির্ধারিত সময়ের মধ্যে কলেজে গিয়ে ভর্তি কার্যক্রম শেষ করতে পারবেন। নির্ধারিত সূচি অনুযায়ী কলেজে ভর্তির সময়সীমা ছিল ২৮ সেপ্টেম্বর এবং ২৯ সেপ্টেম্বর পর্যন্ত। এ দুই দিনেই শিক্ষার্থীদের নির্বাচিত কলেজে গিয়ে প্রয়োজনীয় কাগজপত্র ও ভর্তি সংক্রান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে।
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক মো. রিজাউল হক দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, চতুর্থ ধাপের পরে নতুন কোনো ফল প্রকাশ করা বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এ ধাপের ভর্তি প্রক্রিয়ায় আর কোনো সময়সীমাও বাড়ানো হবে না। সেই হিসেবে চতুর্থ ধাপই ছিল এ বছরের ভর্তি প্রক্রিয়ার সর্বশেষ ধাপ।
এর আগে, গত ২৪ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৫টার পর শিক্ষা মন্ত্রণালয়ের ভর্তি সংশ্লিষ্ট ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়। ফল বিশ্লেষণে দেখা গেছে,১৬৯ জন শিক্ষার্থী কোনো পছন্দের কলেজে স্থান পাননি। তাদের মধ্যে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ৫। এছাড়া একজন শিক্ষার্থীও পায়নি ৩৪৮টি কলেজ, আর ১৩টি কলেজে কোনো আবেদনই করা হয়নি।
প্রসঙ্গত, এ বছরও সম্পূর্ণ অনলাইনে একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ দেওয়া হয়। শিক্ষার্থীরা সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দক্রমে বেছে আবেদন করতে পেরেছিলেন। ভর্তি ফি অঞ্চল ও কলেজভেদে এক হাজার থেকে আট হাজার পাঁচশ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।