২৪ আগস্ট ২০২৫, ১৮:০৪

কলেজ ভর্তি নিশ্চায়ন বাতিল যেভাবে করবেন

শিক্ষার্থী  © সংগৃহীত

একাদশ শ্রেণিতে ভর্তিতে অনেক শিক্ষার্থী প্রথম ধাপে পছন্দের কলেজে আসন না পাওয়ার পরও সঠিক নির্দেশনা না পাওয়ায় ভর্তি নিশ্চয়ন ফি জমা দিয়ে আবেদন সম্পন্ন করে পরবর্তী ধাপে পুনরায় আবেদন করতে চায়। এই ক্ষেত্রে ভর্তি নিশ্চয়ন বাতিল করা প্রয়োজন হয়।

ভর্তি নিশ্চায়ন বাতিল করার পদ্ধতি:
অনলাইনে নিশ্চায়ন করা ভর্তি আবেদন বাতিল করার জন্য আবেদনকারীকে অবশ্যই সংশ্লিষ্ট শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক বরাবরে কারণ উল্লেখ করে একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তি নিশ্চায়ন বাতিলের আবেদন করতে হবে।

এক্ষেত্রে শিক্ষার্থীকে সংশ্লিষ্ট বোর্ডে সরাসরি উপস্থিত হয়ে আবেদন করে ভর্তি নিশ্চায়ন বাতিল করার আবেদন দাখিল করতে হবে।সংশ্লিষ্ট বোর্ডের কলেজ পরিদর্শক যদি মনে করে তাহলে আবেদনকারীর ভর্তি নিশ্চায়ন বাতিলের ব্যবস্থা গ্রহণ করবেন। অনলাইনে ভর্তি নিশ্চায়ন বাতিল হওয়ার পর শিক্ষার্থী চাইলে পরবর্তী ধাপে আবেদন করতে পারবে।

নিশ্চায়ন যাচাইকরণ প্রক্রিয়া:
ফি জমাদানের পর যাচাইকরণ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। xiclassadmission.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের নিশ্চায়নের স্থিতি দেখতে পারেন। অনেক সময় তৃতীয় পক্ষের মাধ্যমে পেমেন্ট করলে বিলম্ব হতে পারে, তাই নিয়মিত যাচাই করা জরুরি। তৃতীয় পক্ষের মাধ্যমে তাদের নিশ্চয়ন ফি জমা দিয়ে থাকেন সেক্ষেত্রে তারা http://xiclassadmission.gov.bd/payment/payment.html এই লিংকে প্রয়োজনীয় তথ্য দিয়ে প্রবেশ করে তাদের নিশ্চয়ন ফি জমার সর্বশেষ আপডেট দেখতে পারবেন ।

এছাড়া, ওয়েবসাইটের পেমেন্ট ভেরিফিকেশন পেজে প্রয়োজনীয় তথ্য প্রদান করে নিশ্চায়নের সর্বশেষ অবস্থা জানা যায়। এতে করে কোনো ভুল বা বিলম্ব হলে তা দ্রুত শনাক্ত করা সম্ভব।