একাদশে চান্স হলো, এবার ভর্তি হবেন কীভাবে?
২০২৫–২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফলাফল প্রকাশিত হয়েছে। তবে এই ধাপে ২৫ হাজার ৩৩ জন শিক্ষার্থী কোনো কলেজে ভর্তির সুযোগ পায়নি। যাদের মধ্যে ৫ হাজার ৭৬৫ জনের জিপিএ-৫ থাকলেও তারা তালিকায় স্থান পাননি। এতে হতাশ হওয়ার কিছু নেই, কারণ এই শিক্ষার্থীরা দ্বিতীয় ধাপে পুনরায় আবেদনের সুযোগ পাচ্ছেন। তাদের কোনো অতিরিক্ত ফি লাগবে না।
অন্যদিকে, যেসব শিক্ষার্থী প্রথম পর্যায়ে নির্বাচিত হয়েছেন, তাদের অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে কলেজ নিশ্চায়ন করতে হবে। এক্ষেত্রে বোর্ড নির্ধারিত নিশ্চায়ন ফি ৩৩৬ টাকা মোবাইল ব্যাংকিংসহ যেকোনো অনুমোদিত মাধ্যম ব্যবহার করে পরিশোধ করতে হবে। এই নিশ্চায়ন প্রক্রিয়ার শেষ সময় ২২ আগস্ট (শুক্রবার) রাত ৮টা পর্যন্ত। বোর্ডের দেওয়া সময়মতো নিশ্চায়ন না করলে ওই শিক্ষার্থীর আবেদন বাতিল হয়ে যাবে এবং তাকে দ্বিতীয় ধাপে নতুন করে আবেদন ও ফি প্রদান করতে হবে।
রেজিস্ট্রেশন ফি বা নিশ্চায়ন ফি পরিশোধের নিয়ামাবলি জানতে এই লিঙ্কে ক্লিক করুন।
ফলাফল নিশ্চায়নের পর কলেজ কর্তৃপক্ষের নির্ধারিত সময়সূচি অনুযায়ী সরাসরি ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে শিক্ষার্থীদের। ভর্তি নিশ্চিত হলে ক্লাস শুরু হবে ১৫ সেপ্টেম্বর থেকে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির দেওয়া তথ্য অনুযায়ী, একাদশ শ্রেণিতে ভর্তির পরবর্তী ধাপগুলোর সময়সূচি নিচে তুলে ধরা হলো—
*দ্বিতীয় ধাপে আবেদন: ২৩ থেকে ২৫ আগস্ট
*দ্বিতীয় ধাপের ফল প্রকাশ: ২৮ আগস্ট
*তৃতীয় ধাপে আবেদন: ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর
*চূড়ান্ত ভর্তি কার্যক্রম: ৭ থেকে ১৪ সেপ্টেম্বর
*ক্লাস শুরু: ১৫ সেপ্টেম্বর
ভর্তি ফি ও বৃত্তি
সরকারি কলেজে ভর্তি ফি তুলনামূলকভাবে কম প্রায় ১,৫০০ থেকে ২,০০০ টাকা। বেসরকারি কলেজে এটি ৮ থেকে ২০ হাজার টাকার মধ্যে হতে পারে। তবে অনেক ভালো বেসরকারি কলেজে স্কলারশিপ বা ছাড়ের ব্যবস্থা থাকে, বিশেষ করে যারা ভালো ফলাফল করে তাদের জন্য।
যেসব কাগজপত্র লাগবে
ভর্তি নিশ্চয়নের সময় শিক্ষার্থীদের সঙ্গে রাখতে হবে এসএসসি মার্কশিট ও সার্টিফিকেট (অনলাইন কপি চলবে), প্রবেশপত্র, ২–৪ কপি পাসপোর্ট সাইজ ছবি, অনলাইন আবেদন কনফারমেশন পত্র, শিক্ষার্থীর ও অভিভাবকের মোবাইল নম্বর।
প্রসঙ্গত, গত শিক্ষাবর্ষেও প্রথম ধাপে প্রায় ৪৮ হাজার শিক্ষার্থী কলেজ পায়নি। তবে দ্বিতীয় ও তৃতীয় ধাপে আবেদন করে তারা শেষ পর্যন্ত পছন্দের কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছিল। এবারও যারা প্রথম ধাপে বাদ পড়েছেন, তারাও দ্বিতীয় ও তৃতীয় ধাপের মাধ্যমে নিশ্চয়ই ভর্তির সুযোগ পাবেন।