ফের বাড়ল মাইলস্টোন কলেজের ছুটি
উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনার প্রভাব বিবেচনায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ক্লাস শুরু আরও এক দফা পিছিয়েছে। শিক্ষার্থীদের মানসিক অবস্থা বিবেচনায় রেখে কলেজ কর্তৃপক্ষ আগামী শনিবার (২ আগস্ট) পর্যন্ত সকল শিক্ষা কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।
সোমবার (২৮ জুলাই) বিকেলে কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘শিক্ষার্থীরা মানসিকভাবে বিপর্যস্ত। তাদের সুরক্ষা নিশ্চিত করা এবং মানসিক স্থিতি ফিরিয়ে আনাই আমাদের প্রধান লক্ষ্য। সে কারণেই ছুটি আবারও বাড়ানো হয়েছে। তবে ছুটির মধ্যেও প্রতিষ্ঠানটির প্রশাসনিক কার্যক্রম চলমান থাকবে।’
এর আগে, ঘটনার পরদিনই কলেজে তিন দিনের ছুটি ঘোষণা করা হয়। এরপর দ্বিতীয় দফায় ২৭ জুলাই পর্যন্ত ছুটি বাড়ানো হয়। আজ তৃতীয় দফায় ছুটি বাড়িয়ে তা আগামী শনিবার পর্যন্ত বাড়ানো হলো।
প্রসঙ্গত, গত ২১ জুলাই দিয়াবাড়িতে মাইলস্টোন কলেজের একটি ভবনের ওপর বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায়। ভয়াবহ এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩৪ জন নিহত এবং দেড় শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক আহত হয়েছেন।