২৬ জুন ২০২৫, ১৩:২৯

এইচএসসি পরীক্ষর্থীদের সেবায় টঙ্গী সরকারি কলেজ ছাত্রদল

উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার্থীদের মাঝে ছাত্রদলের শিক্ষা উপকরণ বিতরণ  © টিডিসি

আজ ২০২৫ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। এ পরীক্ষার প্রথম দিনেই কেন্দ্রীয় ছাত্রদলের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে টঙ্গী সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে পরীক্ষার্থীদের মাঝে মাস্ক, কলম ও পানির বোতল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) সকাল থেকে কলেজের সামনে পরীক্ষার্থীদের সহায়তায় মাঠে নামে ছাত্রদল নেতাকর্মীরা। তারা পরীক্ষার হল খুঁজে পেতে সাহায্য করেন, সিট প্ল্যান দেখিয়ে দেন এবং মুখে মাস্ক পরতে শিক্ষার্থীদের উৎসাহিত করেন।

এ কর্মসূচিতে নেতৃত্ব দেন টঙ্গী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী এইচ এম আরিফ এবং ফজলে রাব্বি রাফসান। এসময় উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা মেহেদী হাসান রোমান, জীবন আরিফ, লিমন মিয়া, জুবায়ের হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ উদ্যোগ প্রসঙ্গে ফজলে রাব্বি রাফসান বলেন, জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় শিক্ষার্থীবান্ধব রাজনীতিতে বিশ্বাস করে। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী এইচএসসি পরীক্ষার্থীদের পাশে থেকে আমরা যে সেবা কার্যক্রম চালু করেছি, তা পরীক্ষার শেষদিন পর্যন্ত অব্যাহত থাকবে।

এদিকে, ছাত্রদলের এই মানবিক কর্মসূচিকে সাধুবাদ জানিয়েছেন পরীক্ষার্থী, অভিভাবক এবং কলেজের শিক্ষকরা। তারা প্রত্যাশা করেন, ভবিষ্যতেও ছাত্রদলের এমন শিক্ষার্থীবান্ধব কার্যক্রম অব্যাহত থাকবে।