২৫ জুন ২০২৫, ১৯:৫৭

এইচএসসির বিদায় অনুষ্ঠানে শ্রেণিকক্ষে ধূমপান ও নাচানাচি, ভিডিও ভাইরাল

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও নেওয়া ছবি  © টিডিসি

ফেনীর দাগনভূঞা সরকারি ইকবাল মেমোরিয়াল কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে শিক্ষার্থীদের ধূমপান ও নাচানাচির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (২৪ জুন) সকালে কলেজে আয়োজন করা হয় মিলাদ ও দোয়া মাহফিল। অনুষ্ঠান শেষে কয়েকজন শিক্ষার্থী নিজেরা সাংস্কৃতিক আয়োজন করে, যেখান থেকেই বিতর্কিত এ ভিডিওটি ছড়িয়ে পড়ে।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কয়েকজন শিক্ষার্থী উচ্চ শব্দে গান বাজিয়ে নাচানাচি করছে এবং একজনকে প্রকাশ্যে ধূমপান করতে দেখা যায়। এতে নানা সমালোচনা করছেন নেটিজনরা।  

স্থানীয়রা বলছেন, শিক্ষা প্রতিষ্ঠানে এমন অনৈতিক ও বেপরোয়া আচরণ শিক্ষার পরিবেশকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকে অনেকে প্রশ্ন তুলেছেন কলেজ কর্তৃপক্ষ ও শিক্ষকদের  তদারকি নিয়ে।

হেদায়েত মোল্লা নামে ওই কলেজের সাবেক শিক্ষার্থী ফেসবুক পোস্টে মন্তব্যের ঘরে লেখেন, ‘আমাদের সময় ক্যাম্পাসে কেউ সিগারেট খাওয়ার সাহসও করত না, যা করত তাও ক্যাম্পাসের বাইরে। আর এখন তো গাঁজা নিয়ে নাচানাচি চলছে। দুঃখজনক এই ঘটনার জন্য আমি কলেজ কর্তৃপক্ষকেই দায়ী করি। ইকবাল কলেজের সাবেক ছাত্র হিসেবে আমি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’

মোহাম্মদ জিয়া উদ্দিন নামে আরেকজন লেখেন, ‘এটা কি বাস্তব নাকি কোনো ছবির দৃশ্য? ভাবতেই কষ্ট হচ্ছে, একটি শিক্ষা প্রতিষ্ঠানে নেশা করে গান পরিবেশন করা হচ্ছে! এতে স্পষ্ট যে, এখানে শিক্ষার নামে ছাত্র-ছাত্রীরা অনৈতিক সংস্কৃতি রপ্ত করছে। কোনো ভদ্র পরিবারের সন্তান এ ধরনের পরিবেশে পড়াশোনা করতে পারে না। এত বড় একটি ঘটনা প্রকাশ্যে আসার পরও কলেজ কর্তৃপক্ষ কিংবা ছাত্রসংগঠনগুলোর পক্ষ থেকে কোনো জোরালো প্রতিবাদ বা দোষীদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ না নেওয়াই প্রমাণ করে, পুরো কলেজ এখন মাদকাসক্ত ও সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। এটি দাগনভূঞাবাসীর জন্য একটি কলঙ্কজনক অধ্যায়।’

এদিকে কলেজ কর্তৃপক্ষ জানায়, এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে কলেজের পক্ষ থেকে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। যা ওইদিন দুপুর ১২টার মধ্যেই শেষ হয়। পরে কিছু শিক্ষার্থী সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের কথা বলে সাউন্ড সিস্টেম আনে এবং সেখানে গান পরিবেশন করে।

দাগনভূঞা সরকারি ইকবাল মেমোরিয়াল ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ আল মাসুম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘ভাইরাল হওয়া ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে ঠিকই, তবে সেটিতে কয়েকটি গান এডিট করে সংযোজন করা হয়েছে। আমি দায়িত্ব পেয়েছি মাত্র কয়েকদিন হয়েছে, তাই ভিডিওতে যাদের দেখা যাচ্ছে, তারা কারা সে বিষয়ে আমি এখনো অবগত নই।’

এ বিষয়ে দাগনভূঞা সরকারি ইকবাল মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর মুলকুতের রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় দোয়া ও মিলাদ মাহফিল ওইদিন দুপুর ১২টার মধ্যেই শেষ করা হয়। এরপর কিছু শিক্ষার্থী নিজেরা সাংস্কৃতিক অনুষ্ঠান করে। ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওর ব্যাপারে জানতে পারি। এ ঘটনার সাথে জড়িতদের অভিভাবকসহ ডেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’