২১ জুন ২০২৫, ১৯:১৫

তেজগাঁও মহিলা কলেজে এইচএসসি ২৫ ব্যাচের বিদায় সংবর্ধনা

২০২৫ পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান  © টিডিসি ফটো

তেজগাঁও মহিলা কলেজে এইচএসসি ২০২৫ পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২১ জুন) কলেজ ক্যাম্পাসে এটি অনুষ্ঠিত হয়।  

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো. হুমায়ুন কবীর। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক শিক্ষা সচিব মো. ইসমাইল জবিউল্লাহ। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক মো. শহিদুল হক চৌধুরী। বক্তব্য রাখেন তেজগাঁও শিল্পাঞ্চলের সহকারী পুলিশ কমিশনার মো. রব্বানী হোসেন।

আরও বক্তব্য রাখেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোবারক হোসেন, জাসাস নেতা এবং তেজগাঁও মহিলা কলেজের গভর্নিং বডির হিতৈষী সদস্য মো. লিয়াকত আলী। 

সাংস্কৃতিক প্রোগ্রামে তেজগাঁও মহিলা কলেজের শিক্ষার্থীরা নাচ-গান, বক্তৃতা ও কবিতা আবৃত্তিতে অংশগ্রহণ করেন।

বিদায়ী শিক্ষার্থীসহ সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে অতিরিক্ত সচিব বলেন, ‘স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় বসতে হবে এবং বর্তমান আধুনিক প্রযুক্তিগত শিক্ষায় এগিয়ে আসতে হবে। শ্রেণি শিক্ষার পাশাপাশি আমাদের নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে।’