সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু
সাতক্ষীরার সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) সকাল সাতটার দিকে উপজেলার শিবপুর ইউনিয়নের তেঁতুলতলা গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন তেঁতুলতলা গ্রামের নুর ইসলামের ছেলে আব্দুর রহিম ও রজব আলীর ছেলে মনিরুল ইসলাম।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে একটি ঘেরের বাঁধে টমেটো তুলতে যান মনিরুল ইসলাম। এ সময় পা পিছলে তিনি অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। মনিরুল ইসলামকে বাঁচাতে এগিয়ে যান আব্দুর রহিম। তিনিও বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাটি খুবই মর্মান্তিক। পরিবারগুলোকে সহায়তার বিষয়ে আলোচনা চলছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।