৩০ জানুয়ারি ২০২৬, ০১:২২

ভাইয়ের সঙ্গে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে টেঁটাবিদ্ধ হয়ে বিএনপি নেতার মৃত্যু

কটিয়াদী মডেল থানা  © সংগৃহীত

কিশোরগঞ্জের কটিয়াদীতে ভাইয়ের সঙ্গে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে টেঁটাবিদ্ধ হয়ে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে উপজেলার আচমিতা ইউনিয়নের পশ্চিম ভিটাদিয়া গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সন্ধ্যায় ঢাকা মেডিকেলে কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত মাহমুদুর রহমান কামাল (৫৫) ওরফে কামাল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি সদস্য। এ ঘটনায় তার ছেলে কাকনও (১৮) গুরুতর আহত হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, কামালের সঙ্গে তার বড় ভাই ভিটাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জালাল উদ্দিনের দীর্ঘদিন ধরে জমি-সংক্রান্ত বিরোধ চলে আসছে। এর জেরে সংঘর্ষ হলে কামালের মাথার এক পাশে ও তার ছেলে কাকনের হাতে টেঁটাবিদ্ধ হয়ে মারাত্মক জখম হয়।

অভিযুক্ত জালাল উদ্দিন জানান, ১৭ বছর ধরে জমি ও দোকান নিয়ে বিরোধ চলে আসছে। পিতার জীবদ্দশায় জমি-জমা বণ্টন করে দিলেও তারা জোরপূর্বক আমার জমি ভোগদখল করে আসছে। বৃহস্পতিবার সকালে কামাল আমার জমির আইল কাটলে আমার ছেলে বাধা দেয়। তখন কামাল তার হাতে থাকা কাঁচি ও টেঁটা দিয়ে আমার ছেলে সাদ্দামকে ডিল দিলে সে সরে যায়। এ সময় তার টেঁটা দিয়ে পাল্টা আঘাত করলে তাদের গায়ে লাগে।

কটিয়াদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ মো. শাহরিয়ার অনিক বলেন, টেঁটাবিদ্ধ দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। কটিয়াদী মডেল থানার ওসি (তদন্ত) মো. হাবিবুল্লাহ খান বলেন, জমিসংক্রান্ত বিরোধে দুইজন টেঁটাবিদ্ধ হয়েছে। প‌রে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় একজন নিহত হওয়া খবর পেয়েছি। এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।