রোগী বহনকারী অ্যাম্বুলেন্স অপেক্ষমাণ রেখে ফেরি ছেড়ে দেওয়ার অভিযোগ
পটুয়াখালীর বাউফলে জরুরি রোগী বহনকারী একটি অ্যাম্বুলেন্সকে ঘাটে অপেক্ষমাণ রেখে ভিআইপি পারের জন্য ফেরি ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, বিপরীত পারে ভিআইপি অবস্থান করায় কোনো যানবাহন ছাড়াই ফেরিটি ছেড়ে যায়।
বুধবার (২৮ জানুয়ারি) বিকেল ৫টার দিকে লোহালিয়া নদীর বগা ফেরিঘাটের বাউফল প্রান্তে এ ঘটনা ঘটে।
ঘটনার সময় রোগীর স্বজনরা বিষয়টি নিয়ে প্রতিবাদ জানালে ফেরির কর্মচারীদের সঙ্গে তাদের বাগবিতণ্ডা হয়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়। ঘটনার পর উপজেলাজুড়ে সাধারণ মানুষের মধ্যে তীব্র সমালোচনার সৃষ্টি হয়।
ভিডিও ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, এক জরুরি রোগীর বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে বুধবার বিকেল সাড়ে ৫টায় অপারেশনের সময় নির্ধারিত ছিল। তবে ফেরি ছেড়ে যাওয়ায় অ্যাম্বুলেন্সটিকে ঘাটে প্রায় ৪০ মিনিট অপেক্ষা করতে হয়। যদিও রোগীর নাম ও ঠিকানা নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে বিআইডব্লিউটিএর পটুয়াখালী নদীবন্দরের ট্রাফিক ইন্সপেক্টর তুষার কান্তি বলেন, তিনি বিষয়টি জানতে পেরেছেন। ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে এবং তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।