গাইবান্ধায় যাত্রীবাহী বাস উল্টে আহত ১৫
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ঢাকা-রংপুর মহাসড়কে এক যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ায় অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে গোবিন্দগঞ্জ পৌর শহরের দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকায় এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম থেকে কুড়িগ্রামগামী ‘মামুন এক্সপ্রেস’ (ঢাকা মেট্রো-ব-১৫-৮৫৪৫) নামের বাসটি গোবিন্দগঞ্জের উত্তরা ফ্লাওয়ার মিলস-সংলগ্ন এলাকায় পৌঁছালে চালকের নিয়ন্ত্রণ হারায়। বাসটি হঠাৎ মহাসড়কের মাঝখানে রাখা একটি বালুর ঢিবিকে ধাক্কা দিয়ে রাস্তার ওপর উল্টে যায়। ঘটনায় বাসের ভেতর অসংখ্য যাত্রী আটকা পড়েন।
দুর্ঘটনার তীব্র শব্দ ও সাহায্যের চিৎকার শুনে স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে আসেন এবং হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন। গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মাসুদ রানার নেতৃত্বে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে জরুরি তৎপরতা শুরু করেন। তারা বিশেষ সরঞ্জাম ব্যবহার করে বিকৃত বাসের ধ্বংসাবশেষ কেটে ভেতর থেকে আহত ১৫ যাত্রীকে উদ্ধার করেন। আহতদের দ্রুত গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তর করা হয়। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ মাসুদ রানা জানান, প্রাথমিক তদন্তে বাসটির অতিরিক্ত গতি কিংবা চালকের অসতর্কতা ও ঝিমুনিকে দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে ধারণা করা হচ্ছে। তবে সুনির্দিষ্ট কারণ জানতে বিস্তারিত তদন্ত চলছে। দুর্ঘটনায় কিছুক্ষণের জন্য মহাসড়কের যান চলাচল ব্যাহত হয়। উদ্ধারকাজ শেষ হওয়ার পরপরই সড়কের স্বাভাবিক গতিপ্রবাহ ফিরে আসে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন এবং সংশ্লিষ্ট বাসটিকে জব্দ করে প্রয়োজনীয় আইনি পদক্ষেপের কথা জানিয়েছেন।