মিরসরাইয়ে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন
সড়ক দুর্ঘটনারোধ ও নিরাপদ সড়কের লক্ষ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার বড়তাকিয়ায় ফুটওভার ব্রিজ নির্মাণ ও নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সোমাইয়া আক্তার বরাবর স্মারকলিপি দেওয়া হয়।
আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া যাহেদিয়া দাখিল মাদ্রাসা গেট এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করে বড়তাকিয়া যাহেদিয়া দাখিল মাদরাসা এতিমখানা ও হেফ্জখানা, খৈয়াছড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী এবং বড়তাকিয়া জামে মসজিদ পরিচালনা কমিটি, বড়তাকিয়া বাজার পরিচালনা কমিটি, সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠনের সদস্যসহ প্রায় ৫ হাজার জনসাধারণ।
মানববন্ধনে বক্তারা বড়তাকিয়া যাহেদিয়া দাখিল মাদ্রাসা গেইট এলাকায় একটি ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি জানান। মানববন্ধন শেষে আন্দোলনকারীরা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সোমাইয়া আক্তার বরাবর স্মারকলিপি প্রদান করেন।
মানববন্ধনের আয়োজক বড়তাকিয়া যাহেদিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আলা উদ্দিন বলেন, ‘বড়তাকিয়া যাহেদিয়া দাখিল মাদরাসার সম্মুখে ফুটওভার ব্রিজ নির্মাণ, নিরাপদ সড়ক ব্যবহা নিশ্চিতকরণ এবং সিএনজি, অটোরিকশা অপসারণ ও বাসস্টপেজ স্থানান্তরের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছি।’
তিনি বলেন, ‘আমাদের দাবি, বড়তাকিয়া যাহেদিয়া দাখিল মাদ্রাসার সামনে দ্রুত একটি ফুটওভার ব্রিজ নির্মাণ করা। মাদ্রাসা গেট-সংলগ্ন সড়কে জেব্রাক্রসিং বা গতি নিয়ন্ত্রণ ব্যবস্থা নিশ্চিত করা। মাদ্রাসা গেটের সামনে সিএনজি ও অটোরিকশা দাঁড়ানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা। মাদ্রাসা গেট থেকে বাসস্টপেজ স্থায়ীভাবে বাতিল বা অপসারণ করা এবং ট্রাফিক পুলিশের ব্যবস্থা করা।’
স্থানীয় বাসিন্দা আরশেদ আহমেদ বলেন, ‘গতকাল একটি মর্মান্তিক দুর্ঘটনায় দুটি তাজা প্রাণ শেষ হয়ে গেল। আরও দুজন হাসপালের বিছানায় কাতরাচ্ছে। এর আগে এখানে একাধিক হতাহতের ঘটনা ঘটেছে। তার পরিপ্রেক্ষিতে প্রতিবারই আমরা প্রতিবাদে রাস্তায় দাড়িয়েছি। কিন্তু প্রশাসনের টনক নড়েনি কখনও। আজ আমরা আবারও রাস্তা নেমেছি একটি নিরাপদ সড়ক নিশ্চিত করণ ও ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে।’
মানববন্ধনে শিক্ষার্থীর অভিভাবক মো. মোবারক হোসেন বলেন, ‘বড়তাকিয়া বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি আমরা। এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগসহ সরকারের বিভিন্ন দপ্তরে আবেদন জানানো হলেও এখনো কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিদিন সাধারণ মানুষ, শিক্ষার্থী ও মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের বিভিন্ন কারখানার শ্রমিকদের জীবনের ঝুঁকি নিয়ে মহাসড়ক পারাপার হতে হয়। ফলে প্রায়ই দুর্ঘটনা এবং হতাহতের ঘটনা ঘটছে।’
উল্লেখ্য, গতকাল বুধবার (২৮ জানুয়ারি) উপজেলার বড়তাকিয়া মাদরাসা গেইটে দাঁড়িয়ে থাকা সিএনজি অটোরিকশাকে ট্রাক ধাক্কা দিলে শিক্ষার্থী খাদিজা মাশমুম (১৫) ও পথচারী মোবারক হোসেন (৪০) নিহত হয়েছেন। এ ছাড়া ৪ জন শিক্ষার্থী ও পথচারী আহত হন এই দুর্ঘটনায়।