হাসপাতালের সামনে ইজিবাইকে রেখে পানি কিনতে যান মা, শিশুকে নিয়ে পালাল চালক
রাজধানীর মুগদা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে তিন বছর বয়সী এক শিশুকে নিয়ে পালিয়ে গেছে ইজিবাইক চালক। বুধবার (২৮ জানুয়ারি) দুপুর সোয়া ১টার দিকে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। নিখোঁজ শিশুর নাম হিসান রহমান। এ ঘটনায় শিশুটির মা সুমাইয়া আক্তার মুগদা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
নিখোঁজ শিশুর পরিবার জানায়, মুগদার দক্ষিণগাঁও এলাকার বাসিন্দা ও প্রবাসী হারুন রহমানের স্ত্রী সুমাইয়া আক্তার সকালে টেস্ট রিপোর্ট আনতে হাসপাতালে এসেছিলেন। দুপুর ১টা ১০ মিনিটের দিকে তিনি বাসায় ফেরার উদ্দেশ্যে হাসপাতালের সামনে থেকে একটি ইজিবাইক ভাড়া করেন। ইজিবাইকে সন্তানকে বসিয়ে রেখে তিনি ঠিক সামনের একটি দোকান থেকে পানি কিনতে যান। মুহূর্তের মধ্যে ইজিবাইক চালক শিশু হিসানকে নিয়ে দ্রুত গতিতে ঘটনাস্থল ত্যাগ করেন। পানি নিয়ে ফিরে সুমাইয়া আক্তার দেখতে পান সেখানে ইজিবাইক বা তার সন্তান কেউ নেই।
আরও পড়ুন: ‘ইট দিয়ে দিয়ে থেতলানো হয় মাথা’, যেভাবে খুন করা হয় জামায়াত নেতাকে
নিখোঁজ শিশুর মামা আজিজুর রহমান জানান, ঘটনাটি এত দ্রুত ঘটেছে যে বাচ্চার মা কিছুই বুঝে উঠতে পারেননি। তারা আশপাশের এলাকায় অনেক খোঁজাখুঁজি করেও চালক বা ইজিবাইকটির কোনো হদিস পাননি।
ঘটনার পর মুগদা থানা পুলিশ হাসপাতাল সংলগ্ন এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে।
মুগদা থানার ওসি মুহাম্মদ এমদাদুল ইসলাম তৈয়ব জানান, সিসিটিভি ফুটেজে দেখা গেছে মা দোকানে যাওয়ার সাথে সাথেই চালক গাড়ি নিয়ে সটকে পড়ে। তবে ফুটেজে চালকের ছবি অস্পষ্ট থাকায় তাকে শনাক্ত করতে বেগ পেতে হচ্ছে। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং ঢাকার সব থানায় বার্তা পাঠানো হয়েছে।