ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ট্রাকের ধাক্কায় খড়িবোঝাই নছিমন উল্টে এক কিশোর নিহত এবং আরও দুজন আহত হয়েছেন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেল ৫টার দিকে উপজেলার ময়না ইউনিয়নের বেলজানী এলাকায় গ্রান্ড-ট্র্যাঙ্ক রোডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাকিব শেখ (১৩) বেলজানী গ্রামের আবুল কালাম আজাদ ওরফে কালু শেখের ছেলে।
আহতরা হলেন শিপন (১৪) ও জাকারিয়া (১৪)। তাদের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
এলাকাবাসী সূত্রে, খড়িবোঝাই একটি নছিমনকে মোহাম্মদপুরগামী একটি ট্রাক (ঢাকা-মেট্রো-ট-১৩-৫৬৯২) পেছন থেকে ধাক্কা দিলে নছিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় পথচারী রাকিব শেখ নছিমনের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। আহত দুজনকে স্থানীয়রা উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
খবর পেয়ে বোয়ালমারী থানার এসআই রাজিব মিয়া ঘটনাস্থলে পৌঁছে যৌথ বাহিনীর সহায়তায় ট্রাকের চালক পাবল শিকদার (২৯) ও হেলপার আব্দুর রহিম লষ্করকে আটক করেন। ট্রাকটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে।