দাঁড়িয়ে থাকা সিএনজিতে ট্রাকের ধাক্কা, মাদ্রাসাছাত্রীসহ নিহত ২
চট্টগ্রামের মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশার পেছনে ট্রাকের ধাক্কায় মাদ্রাসাছাত্রীসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
বুধবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া বাজারের জাহেদিয়া মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে। দুর্ঘটনার পর চট্টগ্রামমুখী লেনে সৃষ্টি হয় তীব্র যানজট।
নিহত ছাত্রীর নাম খাদিজা মাশমুম (১৫)। সে বড়তাকিয়া জাহেদিয়া দাখিল মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী। অন্যজনের পরিচয় এখনো জানা যায়নি। তাৎক্ষণিক আহতদের নাম-পরিচয়ও পাওয়া যায়নি।
জানা যায়, আজ সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া বাজারের বড়তাকিয়া জাহেদিয়া দাখিল মাদ্রাসার সামনে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক দাঁড়িয়ে থাকা সিএনজিচালিত অটোরিকশার পেছনে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি পুকুরে পড়ে যায়। এ সময় দুজন নিহত হন ও চারজন আহত হন। গুরুতর আহত চারজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী জুনায়েদ বলে, ‘আমাদের মাদ্রাসার চারজন শিক্ষার্থী রাস্তা পার হয়ে মাদ্রাসা গেটে প্রবেশ করছিল। এ সময় তাদের পেছনে থাকা সিএনজিকে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক ধাক্কা দেয়, সঙ্গে সঙ্গে শিক্ষার্থী খাদিজাসহ আরও একজন ঘটনাস্থলে মারা যান। আমরা মাদ্রাসার সামনে একটি ফুটওভার ব্রিজ চাই। যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।’
মিরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের লিডার হায়াতুন্নবী বলেন, ‘দুর্ঘটনার পরপরই আমরা ঘটনাস্থলে এসে নিহতদের লাশ উদ্ধার করি, আহতদের হাসপাতালে পাঠাই। এখনো হতাহতের সবার পরিচয় পাওয়া যায়নি।’
মিরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার নাদিম হায়দার চৌধুরী বলেন, ‘চট্টগ্রাম যাওয়ার পথে বড়তাকিয়া এলাকায় জটলা দেখে নেমেছি। দুর্ঘটনার বিষয়টি দেখে ফায়ার সার্ভিস, থানা-পুলিশকে খবর দিয়েছি। দুজন নিহত হওয়ার খবর পেয়েছি। হাসপাতালে চারজনকে নিয়ে গেছে আশঙ্কাজনক অবস্থায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ।’