২৭ জানুয়ারি ২০২৬, ১১:৩৫

লক্ষ্মীপুরে ড্রাম ট্রাক-অটোরিকশা সংঘর্ষে স্কুলছাত্রী নিহত

নিহত স্কুলছাত্রী আফিয়ার মরদেহ  © টিডিসি

লক্ষ্মীপুরে ড্রাম ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় অটোরিকশার চালক গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে লক্ষ্মীপুর-চৌমুহনী সড়কের এলজিইডি অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আফিয়া (৯) শহরের কাকলী শিশু অঙ্গন স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী এবং শহরের মজুপুর এলাকার মদিনা কলোনির বাসিন্দা আক্তার হোসেনের মেয়ে।

স্থানীয়ভাবে জানা গেছে, অটোরিকশাযোগে স্কুলে যাচ্ছিল আফিয়া। ঘটনাস্থলে পৌঁছাতেই একটি ড্রাম ট্রাকের সঙ্গে  অটোরিকশার সংঘর্ষ হলে ঘটনাস্থলেই  গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ সময় দুর্ঘটনায় আহত হন অটোরিকশা চালক আবদুল জলিল রাজু। আহত জলিলকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। লক্ষ্মীপুর সদর হাসপাতালের চিকিৎসক কমলা শীষ রায় একজনের মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।