লালমোহনে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩, আহত ২০
ভোলার লালমোহনে বাস অটোরিকশা সংঘর্ষে তিনজন নিহত হওয়ার খবার পাওয়া গেছে। এ ঘটনায় আরও ২০ জন আহত হয়েছেন।
সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের ডা. আজহার উদ্দিন ডিগ্রি কলেজ-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজন নারী, অপর দুজন পুরুষ। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় শনাক্ত করা যায়নি।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বেলা ২টার দিকে ভোলা থেকে চরফ্যাশনের উদ্দেশে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী বাস লালমোহনের গজারিয়া ডা. আজার উদ্দিন ডিগ্রি কলেজের সামনে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। ঘটনার সঙ্গে সঙ্গে বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছে। এখনো উদ্ধার অভিযান চলছে।
ওসি আরও জানান, ঘটনাস্থলে তিনজন মারা গেছেন। এর মধ্যে একজন নারী অপর দুজন পুরুষ। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি। উদ্ধার অভিযান চলছে।