২৫ জানুয়ারি ২০২৬, ১৩:৪৩

উপকূলবাসীর যাতায়াতে নতুন দিগন্ত, কুতুবদিয়া-মগনামা সি-ট্রাক চালু

এস টি ভাষা শহীদ জব্বার সি-ট্রাক  © সংগৃহীত

অবশেষে কুতুবদিয়া-মগনামা নৌরুটে আনুষ্ঠানিকভাবে সি-ট্রাক সার্ভিসের উদ্বোধন করা হয়েছে। উপকূলীয় জনপদের মানুষের যাতায়াত আরও সহজ, নিরাপদ ও সময়সাশ্রয়ী করতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) ব্যবস্থাপনায় এই সেবা চালু করা হয়।

রবিবার (২৫ জানুয়ারি) এ সার্ভিসের উদ্বোধন করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আজ বেলা ১১টায় পেকুয়ার মগনামা জেটিঘাট থেকে কুতুবদিয়ার উদ্দেশে যাত্রা শুরুর মাধ্যমে ‘এস টি ভাষা শহীদ জব্বার’ নামের সি-ট্রাকটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। আধুনিক এই সি-ট্রাকে একসঙ্গে প্রায় ২৫০ জন যাত্রী পরিবহন করা যাবে।