২৫ জানুয়ারি ২০২৬, ১২:২৯

কর্ণফুলীতে অটোরিকশার চালকের মরদেহ উদ্ধার

রাস্তায় পড়ে আছে জিয়াউর হক জিসানের মরদেহ  © টিডিসি

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরফরিদ এলাকা থেকে জিয়াউর হক জিসান (২৬) নামের এক ব্যাটারিচালিত অটোরিকশার চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৪ জানুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে এ মরদেহ উদ্ধার করে কর্ণফুলী থানা পুলিশ।

নিহত জিসান কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মৃত মোহাম্মদ হোসেন ও পাকিজা বেগমের সন্তান।

স্থানীয় সূত্রে জানা গেছে, রিকশাচালক জিয়াউর হক জিসান দীর্ঘদিন ধরে মায়ের সঙ্গে নানার বাড়িতে বসবাস করতেন। সম্প্রতি তিনি বিয়ে করেছেন।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম জানান, ব্যাটারিচালিত রিকশা উল্টে চাপা পড়লে তার মৃত্যু হয়। মরদেহ চমেক হাসপাতালে মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর তা নিশ্চিত হওয়া যাবে।