মেঘনায় জেলেদের জালে ধরা পড়ল ৪০ কেজির বিরল প্রজাতির কচ্ছপ
ভোলার দৌলতখান উপজেলায় মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে প্রায় ৪০ কেজি ওজনের এক বিরল প্রজাতির বিশালাকৃতির কচ্ছপ।
শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে দৌলতখানের মেদুয়া ইউনিয়নের মাঝির হাট মাছঘাট এলাকায় কচ্ছপটি নিয়ে আসা হলে তা দেখতে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়।
জেলেদের ভাষ্যমতে, প্রতিদিনের মতো শুক্রবার ভোরে চারজন মাঝিমাল্লা নিয়ে মেঘনা নদীতে মাছ ধরতে যান জেলে শাকিল মাঝি। জাল টেনে তোলার সময় বড় কোনো মাছ ভেবে তারা আনন্দিত হলেও পরে দেখতে পান একটি বিশাল আকৃতির কচ্ছপ জালে পেঁচিয়ে আছে। পরে সেটিকে তীরে নিয়ে এলে উৎসুক মানুষ ভিড় জমায়।
স্থানীয় জেলেরা জানান, এর আগে এতো বড় কচ্ছপ এই এলাকায় তাদের জালে ধরা পড়েনি। বিষয়টি জানাজানি হলে মাছঘাট এলাকায় মুহূর্তেই কৌতূহলী মানুষের সমাগম ঘটে।
খবর পেয়ে উপকূলীয় বন বিভাগের সঙ্গে যোগাযোগ করা হলে ভোলা উপকূলীয় বন বিভাগের সহকারী বন সংরক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান জানান, এ ধরনের কচ্ছপ সাধারণত সাগরের মোহনা এলাকায় বসবাস করে। জেলেরা সাগর সংলগ্ন নদীতে জাল ফেললে অনেক সময় এসব কচ্ছপ জালে আটকা পড়ে।
তিনি আরও বলেন, কোনো জেলের জালে এমন বিরল প্রজাতির কচ্ছপ ধরা পড়লে সেটিকে দ্রুত সুস্থ অবস্থায় নদী বা সাগরে অবমুক্ত করার নির্দেশনা রয়েছে। পরে বন বিভাগের পরামর্শ অনুযায়ী কচ্ছপটিকে পুনরায় মেঘনা নদীতে নিরাপদে অবমুক্ত করা হয়।