ব্রাহ্মণবাড়িয়ায় কালার-ধন মিয়ার গোষ্ঠীর সংঘর্ষ, ১১ নারী গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের দেউড়া গ্রামে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক ব্যক্তি আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে উভয় পক্ষের নারীসহ ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সেনাবাহিনী সূত্র জানায়, শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ১১টা দিকে দেউরা গ্রামে কালার গোষ্ঠী ও ধন মিয়ার গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে কালার গোষ্ঠীর সদস্য মাসুক মিয়া (৪০) আহত হন। পরে তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়।
জুম্মার নামাজের পর পুনরায় সংঘর্ষের আশঙ্কা দেখা দিলে সরাইল আর্মি ক্যাম্পের লেফটেন্যান্ট মারুফের নেতৃত্বে সেনাবাহিনী যৌথ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ধন মিয়ার গোষ্ঠীর চারজন এবং কালার গোষ্ঠীর সাতজন নারীকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে ধন মিয়ার গোষ্ঠীর নাসিমা আক্তার, আরিদা আক্তার পাখি, শারমিন আক্তার ও শাহজাদি বেগম এবং কালার গোষ্ঠীর চাদনী, রীনা বেগম, শিউলি আক্তার, হেনা আক্তার, জোসনা বেগম, সমরাজ বেগম ও ছাবিকুন্নাহার রয়েছেন। তাদের সরাইল থানায় হস্তান্তর করা হয়েছে।
সূত্র আরও জানায়, অভিযানকালে সংঘর্ষ এলাকা থেকে কোনো প্রাণঘাতী অস্ত্র উদ্ধার করা না গেলেও বেশ কয়েকটি লাঠিসোটা উদ্ধার করা হয়েছে।
এ ব্যাপারে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের ভূইয়া জানান, সকল আইনী পক্রিয়া শেষে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।