২৪ জানুয়ারি ২০২৬, ০১:৪৬

জাবিতে গণধিকার পরিষদের এমপি প্রার্থীর পূজা মণ্ডপ পরিদর্শন

জাবিতে গণধিকার পরিষদের এমপি প্রার্থীর পূজা মণ্ডপ পরিদর্শন  © টিডিসি ছবি

সরস্বতী পূজা উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন ঢাকা-১৯ আসনের গণঅধিকার পরিষদের এমপি প্রার্থী অ্যাডভোকেট শেখ শওকত হোসেন ফরহাদ। এ সময় তিনি শিক্ষার্থী, শিক্ষক ও পূজা উদযাপন কমিটির সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

পরিদর্শনকালে শেখ শওকত হোসেন বলেন, জ্ঞান, শিক্ষা ও সংস্কৃতির চর্চাই একটি জাতিকে এগিয়ে নিতে পারে। সরস্বতী পূজা সেই শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার এক অনন্য উৎসব। তিনি ধর্মীয় সম্প্রীতি ও সহাবস্থানের ঐতিহ্য ধরে রাখার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় তিনি আরো বলেন, আসছে জাতীয় নির্বাচনের নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে আমরা যথেষ্ট সাড়া পাচ্ছি সাভার-আশুলিয়ার জনমানুষের কাছ থেকে। এখানে অনেক বড় দল রয়েছে, তারা বড় বলে দাবি করলেও জনগণ তাদের বড় বলছেন না। আমরা তৃণমূল পর্যায়ে মানুষের সাথে মিশেছি, তারা বলছেন গত ৫৩ বছরে অনেক বড় দল আমরা দেখেছি এবার নতুন প্রজন্মকে দেখতে চাই। সুতরাং আমরা আশাবাদী ভালো কিছু হবে ইনশাআল্লাহ।

এ সময় আরো উপস্থিত ছিলেন ছাত্র অধিকার পরিষদ ঢাকা জেলা উত্তরের সভাপতি অর্ণব কুমার শীর্ষেন্দু, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নাফিউর রহমান শান্ত, গণঅধিকার পরিষদের সাভার উপজেলা সদস্য সচিব শফিকুল ইসলাম ও আশুলিয়া থানার ছাত্র অধিকার পরিষদ এর সাধারণ সম্পাদক ইমরান হোসেন।

পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা ব্যবস্থা ও সার্বিক প্রস্তুতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি। পাশাপাশি শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ অ্যাডভোকেট শেখ শওকত হোসেনের উপস্থিতিকে উৎসাহব্যঞ্জক বলে উল্লেখ করেন এবং সার্বিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।