নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে আহত ২
খাগড়াছড়ির গুইমারা উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে উল্টে গেছে। শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে বাইল্যাছড়ি জোড়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে দুজন যাত্রী আহত হয়েছেন।
আহতদের একজনকে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহতের বাড়ি কুমিল্লা জেলায় হওয়ায় তাকে অ্যাম্বুলেন্সযোগে কুমিল্লায় পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপংকর মন্ডল জানান, ভোররাতে ঈগল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এতে বাসটি সড়কের পাশে উল্টে যায়।
তিনি বলেন, ‘খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুজনকে আহত অবস্থায় উদ্ধার করে। দুর্ঘটনার পর থেকে বাসটির চালক ও সহকারী পলাতক রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।’
এদিকে দুর্ঘটনার পর সড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটলেও পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়।