২২ জানুয়ারি ২০২৬, ২২:১২

জমি বিরোধকে কেন্দ্র করে তিন বছরের শিশুকে হত্যা, গ্রেপ্তার ৩

গ্রেপ্তরকৃতরা  © সংগৃহীত

মিরসরাইয়ে জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে নূর আব্দুল্লাহ নামে ৩ বছরের শিশুকে হত্যার ঘটনা এজহারনামীয় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানার ওসি কাজী নাজমুল হক। এরআগে বুধবার রাতে নিহত নূর আবদুল্লাহ’র দাদী জোসনারা বেগম বাদী হয়ে দ্বীন ইসলামকে প্রধান আসামি করে ৮ জনের বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 

গ্রেফতাররা হলো জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় গ্রামের মৃত মফিজুর রহমানের স্ত্রী বিবি রহিমা (৫৫), ছেলে মো. মাহফুজ (৩৩), আলী হোসেনের ছেলে আমজাদ হোসেন প্রকাশ বাদশা মিয়াকে (২৮)। 

পারিবারিক ও মামলা সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় গ্রামের মোস্তফা ভুঁইয়া বাড়িতে জায়গা জমির বিরোধকে কেন্দ্র করে প্রধান আসামী মো. দ্বীন ইসলামসহ অন্যান্য আসামীরা জোসনারা বেগম ও তার পরিবারের লোকজনদের মারধর করে। ঘটনার সময় তার নাতি নূর আব্দুল্যাহ (৩) তার দাদীর নিকট আসিলে আসামীরা তাকে মাথায় বারি মারে। মাথায় আঘাতপ্রাপ্ত অবস্থায় তাৎক্ষণিক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করেন। উক্ত ঘটনায় জোসনারা বেগম জোরারগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী নাজমুল হক বলেন, জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে তিন বছরের শিশু নূর আবদুল্যাহ হত্যার ঘটনার দ্বীন ইসলামকে প্রধান আসামি করে এজাহারনামীয় ৮ জনের বিরুদ্ধে মামলা করেছেন দাদী জোসনারা বেগম। মামলার এজাহারনামীয় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে এবং বাকীদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতার আসামিদের আদালতের প্রেরণ করা হয়েছে।

প্রসঙ্গত; গত বুধবার বিকেলে স্থানীয় দ্বীন ইসলামের সাথে দীর্ঘদিন ধরে নিহত শিশু নূর আবদুল্যাহর পরিবারের সঙ্গে জায়গা জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। জায়গা নিয়ে প্রতিপক্ষের লোকজনের সাথে ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে প্রতিপক্ষ দ্বীন ইসলাম শিশু আবদুল্যাহকে আছাড় মেরে হত্যা করেছে। ঘটনার পরপরই পালিয়ে যান দ্বীন ইসলাম। তবে প্রতিপক্ষের দাবী শিশু আবদুল্যাহর দাদা ঝগড়ার সময় নিজ নাতীকে না চিনে আছাড় দিলে শিশুটি মারা যান।