০৪ জানুয়ারি ২০২৬, ১৭:০০

ব্রাহ্মণবাড়িয়ায় নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রির অভিযোগ, জরিমানা

সদর উপজেলার পুরাতন জেলখানা রোড এলাকায় অভিযান চালানো হয়  © সংগৃহীত

নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি এলপিজি সিলিন্ডার বিক্রয় প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। সদর উপজেলার পুরাতন জেলখানা রোড এলাকায় পরিচালিত এ অভিযানে ভোক্তা স্বার্থবিরোধী বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের উদ্যোগে আজ রবিবার (৪ জানুয়ারি ২০২৬) সদর উপজেলার পুরাতন জেলখানা রোড এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে ধার্যকৃত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রি, মূল্যতালিকা প্রদর্শন না করা এবং বিস্ফোরক লাইসেন্স না থাকার অপরাধে ‘নূর এলপিজি’ নামের একটি এলপিজি সিলিন্ডার বিক্রয় প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। তিনি জানান, ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।