সাতক্ষীরা-১ আসন: বিএনপি ও ইসলামী আন্দোলনের প্রার্থীর মনোনয়ন স্থগিত, একজনের বাতিল
সাতক্ষীরা-১ আসনের (তালা-কলারোয়া) বিএনপির প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী শেখ রেজাউল করিমের মনোনয়ন স্থগিত করা হয়েছে। এ ছাড়া এ আসনের স্বতন্ত্র প্রার্থী এসএম মুজিবুর রহমানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বৈধ বলে ঘোষিত হয়েছেন মোট ছয়জন প্রার্থীর।
শনিবার (৩ জানুয়ারি) রিটার্নিং কমকর্তা ও সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে সাতক্ষীরা-১ আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলায় উচ্চ আদালত থেকে খালাস পাওয়া সংক্রান্ত রায়ের কাগজপত্র যাচাই-বাছাই সম্পন্ন না হওয়ায় বিএনপির প্রার্থী হাবিবুল ইসলাম হাবিবের মনোনয়ন স্থগিত রাখা হয়েছে। একই সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী শেখ রেজাউল করিমের মনোনয়নপত্রে ত্রুটি থাকায় তার মনোনয়নও স্থগিত করা হয়েছে।
অন্যদিকে এক শতাংশ ভোটারের স্বাক্ষরে গরমিল পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী এস এম মুজিবুর রহমানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
যাচাই-বাছাই শেষে বৈধ বলে ঘোষিত হয়েছেন, বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মো. ইয়ারুল ইসলাম, জামায়াতের প্রার্থী মো. ইজ্জত উল্লাহ ও জাতীয় পার্টির প্রার্থী জিয়াউর রহমান।
মনোনয়ন স্থগিতের বিষয়ে বিএনপির প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব বলেন, যাবতীয় কাগজপত্র জমা দেওয়া হয়েছে। ভয়ের কোনো কারণ নেই। আজ হাইকোর্ট বন্ধ, কাল খুললেই যাচাইবাছাইয়ের প্রক্রিয়ায় আর কোনো সমস্যা থাকবে না।
সোমবার সকাল ৯টা থেকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাই শুরু হয়, যা চলবে বিকাল পর্যন্ত।
প্রসঙ্গত, সাতক্ষীরার চারটি আসনে মোট ২৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। আজ ছিল যাচাই-বাছাইয়ের নির্ধারিত দিন।